Tag Archives: একদিনেই মৃত্যু আরও ৩৭ জনের

একদিনেই মৃত্যু আরও ৩৭ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ২২ হাজার ছাড়ালো

 

স্টাফ রিপোর্টারঃ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৪৬২ জন। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ২২ হাজার ৬৬০ জনে। প্রাণ কেড়ে নিয়েছে আরও ৩৭ জনের। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেল মোট ১ হাজার ৫৮২ জনের।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ২ হাজার ৩১ জন। সব মিলিয়ে সুস্থ্য হয়েছে ৪৯ হাজার ৬৬৬ জন।

বুধবার (২৪ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এছাড়া ৬৬টি পরিক্ষাগারে ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৪৩৩টি। সংগ্রহ করা হয়েছিল ১৭ হাজার ২৪৫টি।এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৬ লাখ ৬০ হাজার ৪৪৪টি।