Tag Archives: একদিনে মৃত্যু আরও ১৫ জনের

একদিনে মৃত্যু আরও ১৫ জনের, নতুন শনাক্ত ১২০২

 

ডেস্ক রিপোর্টঃ

দেশে গত ২৪ ঘন্টায় মহামারী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১৫ জনের । এ পর্যন্ত করোনায় প্রাণ গেল মোট ২৯৮ জনের।

একই সময়ে ভাইরাসের সংক্রমণে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০২ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২০ হাজার ৬৫ জন।

শুক্রবার (১৫ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।