Tag Archives: একদিনে ৭৪ জন

বাংলাদেশের ইতিহাসে করোনায় সর্বোচ্চ মৃত্যু, একদিনে ৭৪ জন

স্টাফ রিপোর্টার:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৭৪ জনের মৃত্যু হয়েছে।এটাই একদিনে সর্বোচ্চ মৃত্যু। এর আগে মঙ্গলবার ছিল ৬৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৫২১ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৬৮৫৪জন।

মোট শনাক্ত ৬ লাখ ৬৬হাজার ১৩২জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৩৩৯১জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ৬৫হাজার ৩০জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ২৪৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩৩হাজার ৩২৮টি নমুনা সংগ্রহ এবং ৩৩হাজার ১৯৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪৯লাখ ১৫হাজার৭৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৬৫শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৮২শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩শতাংশ।।