Tag Archives: একমাত্র শেখ হাসিনা ছাড়া আমরা সবাই দুই নম্বর: কুমিল্লার প্যানেল মেয়র সোহেল

একমাত্র শেখ হাসিনা ছাড়া আমরা সবাই দুই নম্বর: কুমিল্লার প্যানেল মেয়র সোহেল

 

নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র -২ ও ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. সোহেল বলেছেন,কুমিল্লা সিটি কর্পোরেশন আমাদেরকে যে ঔষধ দিয়েছে তার কোন কার্যকারিতা নেই। এই ঔষধ দিয়ে মশা মড়ে না। এগুলো দুই নম্বর। এক নম্বর ঔষধ কিনতে হবে। দেশে একমাত্র শেখ হাসিনা ছাড়া আমরা সবাই দুই নম্বর।

আজ সোমবার সকালে নির্ধারিত স্থানে কোরবানীর পশু জবেহ কার্যক্রম নিশ্চিত করার লক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কুর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় কুসিক প্রধান নির্বাহী অনুপম বড়–য়া,বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আমীর আলী চৌধুরী,কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, দৈনিক আমাদের কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক শাহাজাদা এমরানসহ কুমিল্লা সিটির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দসহ কুমিল্লা সিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।