Tag Archives: একাকিত্ব

শুধু মুখে বলে

ইয়াছিন আরাফাতঃ

জীবনের সব স্মৃতি মুছে যাক
যেভাবে মুছে যায়, কাপড়ের দাগ;
জিবনের সমস্ত আঘাত।

চোখের জলে ভিজবে আর কত নির্ঘুম রাত?
কখন দেখব সেই নতুন সূর্যের প্রভাত?

একাকিত্বের, অর্থ সম্পদের, টাকার,বন্ধুত্ব হারানোর, আত্মীয় স্বজন হারানোর, প্রিয়জন হারানোর, বাবা হারানোর যন্ত্রণা কম নয় নেহাত।
জিবনের এই দুর্দিনে কেউ নেই, কেউ নেই এক সাথ।

ভাগ্যের করুন বলি হওয়ার কারণে শুনতে হচ্ছে আমি কোন জাত?

যদিওবা এর উত্তর ভালো ভাবে দিয়েও লাভ নেই,না খেয়ে থাকলেও দেবে না কেউ দুটো ভাত।
কেউ নেই,কেউ নেই সিরা- তাল মুছতাকীমের পথে শুধু মুখে বলে কুল হুওয়াল্লা-হু আহাদ।