Tag Archives: করোনা পজিটিভ কুমার শানুর

করোনা পজিটিভ কুমার শানুর

 

বিনোদন ডেস্কঃ

এবার শিল্পীর জগতে করোনার থাবা। করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়েছেন গায়ক কুমার শানু। গায়কের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখা হয়, দুর্ভাগ্যজনকভাবে শানু দা করোনা আক্রান্ত। সবাই ওর সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করুন। ধন্যবাদ।

আপাতত তার শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে আমেরিকায় আছেন।

স্টার জলসার রিয়্যালিটি শো ‘সুপার সিঙ্গার’ – এর গ্র্যান্ড ফিনালের দিন বিচারকের আসনে উপস্থিত ছিলেন গায়ক। কয়েকদিন আগেই শেষ হয় এই শো।