Tag Archives: কাজের লোক সেজে ১০ মাস পর ধর্ষককে গ্রেফতার

কাজের লোক সেজে ১০ মাস পর ধর্ষককে গ্রেফতার

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :
পলাতক থাকার ১০ মাস পর অবশেষে গ্রেফতার হলেন আরিফ নামে এক ধর্ষণ মামলার প্রধান আসামি ও তার বাবা।

সোমবার কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহাম্মদপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে মুরাদনগর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মুরাদনগর উপজেলার মুগসাইর গ্রামের শাহজালাল মিয়ার ছেলে আরিফ (২৫) ও আরিফের বাবা বকস আলীর ছেলে শাহজালাল (৫১)।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০২০ সালের একটি ধর্ষণের মামলার প্রধান আসামি আরিফ। সে তার নিজ গ্রামের একটি মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে সেই ধর্ষণের ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে গর্ভপাত করে। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হলেও আরিফ ও তার বাবা শাহজালাল এতদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ছদ্মবেশ ধারণ করে কাজের লোক সেজে তাদেরকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।