Tag Archives: কুবির প্রতিষ্ঠাকালীন উপাচার্য গোলাম মাওলা আর নেই

কুবির প্রতিষ্ঠাকালীন উপাচার্য গোলাম মাওলা আর নেই

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য অধ্যাপক ড.গোলাম মাওলা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না….. রাজিউন)।

মঙ্গলবার দুপুর ২ টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

অধ্যাপক গোলাম মাওলা ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ছিলেন।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে কুমিল্লার বিশ্ববিদ্যালয় পরিবার। রেজিস্ট্রার অতিরিক্ত দায়িত্ব অধ্যাপক ড মো. আবু তাহের স্বাক্ষরিত এক এক শোক বার্তায় মরহুমের রূহের আত্মার মাগফেরাত কামনা করা হয়।