স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার আমতলী থেকে ২ হাজার ৮৩৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল।
রবিবার (১ নভেম্বর) বিকালে জেলার চট্টগ্রাম টু ঢাকাগামী মহাসড়কের আমতলী এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো: আল আমিন শেখ (৩১) কে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন পাবনা জেলার আমিনপুর থানার আহমেদপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী শেখ এর ছেলে।
এই বিষয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।
এই বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।