স্টাফ রিপোর্টার :
কুমিল্লা সদরে ৫২ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
বৃহস্পতিবার ভোররাতে কোতয়ালী মডেল থানায় কর্মরত এসআই(নিঃ) শেখ মফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন টহল ডিউটি করাকালে আমড়াতলী ইউনিয়নের আমড়াতলী বাজারগামী রাস্তার কালভার্টের পশ্চিম মাথায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন কুমিল্লা সদরের আমড়াতলী ইউনিয়নের মৃত চান মিয়ার ছেলে মো: আবুল হোসেন(৫৫) ও শহীদ মিয়া ওরফে প্রান বন্ধুর ছেলে মোহাম্মদ সুমন মিয়া (২৪)।
উক্ত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখিত ১নং আসামী মোঃ আবুল হোসেন এর বিরুদ্ধে পূর্বে ১টি মাদক মামলা এবং ২নং আসামী মোঃ সুমন মিয়ার বিরুদ্ধে পূর্বের ৫টি মাদক মামলা বিচারাধীন আছে।