Tag Archives: কুমিল্লার চান্দিনায় সরকারি গাছ কর্তনের অভিযোগ

কুমিল্লার চান্দিনায় সরকারি জমি দখল অভিযোগের তদন্ত শুরু

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনায় আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার সামনে কুমিল্লা জেলা প্রশাসকের ১নং খাস খতিয়ানের আওতাধীন সরকারি জমি দখলের অভিযোগের তদন্ত শুরু হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে চান্দিনায় আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা ও চান্দিনা পশ্চিম বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ওই ভূমি পরিদর্শন ও তদন্ত শুরু করেছে চান্দিনা উপজেলা প্রশাসন।

মাদ্রাসার অধ্যক্ষ ও মসজিদ কমিটির দায়ের করা পৃথক অভিযোগের প্রেক্ষিতে ওই তদন্ত কার্যক্রম হয়।
চান্দিনা উপজেলা ভূমি অফিসের কাননগো চম্পক ত্রিপুরা ও চান্দিনা পৌর ভূমি অফিসের নায়েব মো. মোখলেছুর রহমান দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তারা চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে অভিযোগকারীদের সাথে কথা বলেন।

এর আগে ১৯ অক্টোবর (সোমবার) দুপুরে চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে মাদ্রাসা অধ্যক্ষ মো. জাকির হোসেন সংবাদ সম্মেলন করেন। সাদ বিল্ডার্স নামের একটি প্রতিষ্ঠান ওই জায়গাটি রাতের অন্ধকারে দখল করে নিয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। দখলকৃত ওই জমি কুমিল্লা জেলা প্রশাসক এবং সড়ক ও জনপদ বিভাগের সম্পত্তি বলে দাবি করা হয়। এছাড়া গত ১৩ অক্টোবর বিকেলে চান্দিনা পশ্চিম বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ও মুসল্লীরা ঘটনাস্থলের সামনে প্রতিবাদ সভা করেন। এর আগে মাদ্রাসা ও মসজিদ কমিটি কুমিল্লা জেলা প্রশাসক ও
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার বরাবর পৃথক লিখিত অভিযোগ দায়ের করেন।

তদন্ত চলাকালে উপস্থিত ছিলেন- চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জাকির হোসেইন, চান্দিনা পশ্চিম বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ¦ মো. রমজান আলী, সাধারণ সম্পাদক মো. এরশাদ আলী ভূইয়া, সদস্য মাকসুদ হাসান মাসুম, মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মো. আবু তাহের মুন্সী, সদস্য মো. নূরুল ইসলাম মুন্সী প্রমুখ।

এব্যাপারে সাদ বিল্ডার্স এর জিএম খলিলুর রহমান সজল বলেন- ’আমরা সিএস এবং আরএস খতিয়ান ও দলিলমূল্যে ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয় করেছি। আমাদের প্রতিষ্ঠান কোন সরকারি ভূমি দখল করেনি। তারা যে দাবি করেছেন তা ভিত্তিহীন।

চান্দিনা উপজেলা ভূমি অফিসের কাননগো চম্পক ত্রিপুরা জানান, চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার বরাবর পৃথক লিখিত অভিযোগ দায়ের করেন মসজিদ কমিটি ও মাদ্রাসার অধ্যক্ষ। আমরা প্রাথমিকভাবে তদন্ত করে এসেছি। ম্যাপ, খতিয়ান ও কাগজপত্র মিলিয়ে দেখতে হবে। অপর পক্ষকে কাগজপত্র দেয়ার জন্য বলেছি। এখনই এবিষয়ে কোন মন্তব্য করতে চাই না।

কুমিল্লার চান্দিনায় সরকারি গাছ কর্তনের অভিযোগ

শরীফুল ইসলাম,চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনা পৌরসভার ৭নং ওয়ার্ডে রাস্তার পার্শ্বের সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে ছায়কোট বক্সী বাড়ি এলাকায় ওই ঘটনা ঘটে।

চান্দিনা গরুর বাজার সংলগ্ন সড়কের পার্শ্বের ১টি মেহগনি ও ২টি রেন্টি কড়ই গাছ কেটে আত্মসাৎ করার চেষ্টা করে ছায়কোট এলাকার মরহুম জব্বার আলী ওরফে মান্তু মিয়ার ছেলে মো. অলিউল্লাহ্। খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তা ও চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পায়।

চান্দিনা থানার এসআই ডালিম মজুমদার জানান, ‘আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। মো. অলিউল্লাহ্ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানিয়েছেন- আগে রাস্তা সরু ছিল। অলিউল্লাহ্ তার জায়গাতে ওই গাছগুলো লাগিয়েছিলেন। পরে রাস্তা প্রশস্থ হয়েছে। তাই গাছ গুলো সরকারি বলে ধারণা করা হচ্ছে।’ তিনি আরও বলেন- বন বিভাগের কর্মকর্তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন।

এ বিষয়ে মো. অলিউল্লাহ্ বলেন- ‘আমার খরিদ করা জমিতে আমি যখন গাছগুলো লাগিয়েছি তখন রাস্তা অনেক দূরে ছিল। পরে রাস্তা বড় হওয়ায় গাছগুলো রাস্তার কাছাকাছি হয়েগেছে। আমি সরকারি কোন গাছ কাটিনি।’

এব্যাপারে চান্দিনা উপজেলা বন বিভাগের কর্মকর্তা মো. শাহজাহান জানান, ‘সামাজিক বনায়নের আওতায় ওই গাছগুলো লাগানো হয়নি। তবে গাছগুলো রাস্তার পার্শ্বেরই।’

এব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সল জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বনবিভাগের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশীষ দাশ বলেন- ‘বনবিভাগের কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।’