Tag Archives: কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ী চাপায় এসএসসি পরীক্ষার্থী ৩ বন্ধুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে গাঁজা-ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ৩০ কেজি গাঁজা ও ৯৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে ৬ আগস্ট সকালে উপজেলার বাবুচি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

আটক হওয়া মাদক কারবারি মোঃ আব্দুস সবুর (৩৮) চট্টগ্রাম জেলার সাতকানিয়ার মৃত. ইদ্রিসের ছেলে।

সোমবার (৭ আগস্ট) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটক হওয়া মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ কুমিল্লা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়েচৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লার চৌদ্দগ্রামে গাঁজাসহ আটক শাকিল

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ১০ কেজি গাঁজাসহ আসিফ আহমেদ শাকিল (২৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে ১০ জুলাই চৌদ্দগ্রাম উপজেলার সৈয়দপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

আটক হওয়া যুবক চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের মৃত. আব্দুল খালেকের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটক হওয়া যুবক দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ী চাপায় এসএসসি পরীক্ষার্থী ৩ বন্ধুর মৃত্যু

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত গাড়ী চাপায় একইসাথে এসএসসি পরীক্ষার্থী ৩ বন্ধুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) রাত ৯ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুপুয়া ইউটার্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ছুপুয়া এলাকার মোঃ আবুল হাশেমের ছেলে লিমন, সদর উপজেলার দূর্গাপুর এলাকার হানিফ মিয়ার ছেলে সিফাত এবং বদরপুর গ্রামের আবদুল গফুরের ছেলে সজীব। তারা সবাই ছুপুয়া ছফরিয়া ফাজিল মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ৯ টায় স্থানীয়রা ছুপুয়া ইউটার্ন এলাকায় এসে দুর্ঘটনা কবলিত একটি অটোরিকশা দেখতে পায়। সেখানে অটোরিকশার তিন যাত্রী নিহত অবস্থায় পরে ছিল।

ধারনা করা হচ্ছে অজ্ঞাত কোন ভারী যানবাহন অটো রিকশাটিকে ইউটার্ন নেয়ার সময় পেছন থেকে ধাক্কা দিলে তারা নিহত হয়। অজ্ঞাত গাড়ীটিকে শনাক্ত করা যায়নি । দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালককে সেখানে পাওয়া যায় নি। জানা যায়, নিহতের মধ্যে সিফাতের জন্মদিন ছিলে, কেক কিনতে যাওয়ার পথে দুর্ঘটনা মৃত্যু হয় তিন বন্ধুুর।

নিহতদের মরদেহ উদ্ধার করে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাড়িতে নেয়া হয়েছে।