Tag Archives: কুমিল্লার চৌদ্দগ্রামে ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রামে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে ৫০ কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম শাকিল (২৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে ৩ জুলাই রাতে উপজেলার জগমোহনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

আটক হওয়া মাদক কারবারি চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর গ্রামের সামসু মিয়ার ছেলে।

মঙ্গলবার (৪ জুলাই) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটক হওয়া যুবক দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লার চৌদ্দগ্রামে ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

 

প্রেস বিজ্ঞপ্তিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ৫০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চৌদ্দগ্রাম থানার কালিকাপুর গ্রামে ফেন্সিডিল ক্রয়-বিক্রয়কালে ৫০ বোতল ফেন্সিডিলসহ মোঃ হারুন অর রশিদ (৩৮) নামের এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।


মাদক ব্যবসায়ী মোঃ হারুন অর রশিদ কুমিল্লার চৌদ্দগ্রাম থানার কালিকাপুর গ্রামের মৃত আব্দুল মান্নান এর ছেলে।

আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

এই বিষয়ে আসামীর বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।