Tag Archives: কুমিল্লার দেবিদ্বারে বন্ধ ফ্লাটের তালা ভেঙ্গে নারীর গলিত লাশ উদ্ধার

কুমিল্লার দেবিদ্বারে বন্ধ ফ্লাটের তালা ভেঙ্গে নারীর গলিত লাশ উদ্ধার

 

মোঃ জামাল উদিন দুলালঃ

কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভায় বন্ধ ফ্লাটের তালা ভেঙ্গে এক মহিলার (বয়স আনুমানিক ২৫) অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে দেবিদ্বার থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত ১০ টায় দেবিদ্বার পৌরসভার বানিয়া পাড়া আজগর আলী মুন্সী বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের (পুস্প কুঞ্জ) ভবনের ৪র্থ তলার বন্ধ ফ্লাটের তালা ভেঙ্গে মহিলার অর্ধ-গলিত লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, ঐ দম্পতির বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। কুমিল্লায় চাকুরি করেন। গত ১০ দিন আগে স্বামী–স্ত্রী পরিচয়ে ৫/৬ বছরের একটি বাচ্চাসহ স্বপরিবারে থাকার জন্য এই ফ্লাটটি ভাড়া নেয় বলে জানিয়েছে বাড়িওয়ালা। ভাড়া নেওয়ার পরেরদিন আসবাবপত্র আনা হবে এবং সম্পুর্ণ ঠিকানা দেওয়া হবে বলা হয়েছিল। কিন্তু এর পরেরদিন থেকে স্বামীর দেওয়া মোবাইল নাম্বারটি বন্ধ এবং রুমে তালাবদ্ধ ছিল। আজকে রুম থেকে দুর্গন্ধ আসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।