Tag Archives: কুমিল্লার প্রবীণ সাংবাদিক আব্দুস সোবহান আর নেই

কুমিল্লার প্রবীণ সাংবাদিক মিজান চৌধুরী আর নেই

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক  ও দৈনিক জনতার কুমিল্লা ব্যুরো প্রধান  প্রবীণ সাংবাদিক  মিজানুর রহমান  চৌধুরী  চলে গেছেন না ফেরার দেশে (ইন্না নিল্লাহে——–রাজীউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন কুমিল্লা সাংবাদিক ইউনিয়ন ও কুমিল্লা ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

সোমবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় নগরীর কালিয়াজুড়ির  এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।

তিনি মৃত্যুকালে স্ত্রী , এক ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি বাংলাদেশ টেলিভিশনে দীর্ঘদিন কাজ করেছেন। এছাড়া সাপ্তাহিক ক্রাইম রিপোর্টার নামে এক স্থানীয় পত্রিকার সম্পাদনা করতেন।

 

 

কুমিল্লার প্রবীণ সাংবাদিক আব্দুস সোবহান আর নেই

 

স্টাফ রিপোর্টারঃ
দৈনিক ভোরের কাগজ ও দৈনিক অবজারভার পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি এবং দৈনিক আজকের কুমিল্লার বিশেষ প্রতিনিধি আব্দুস সোবহান ভূইয়া ভারতে চিকিৎসা শেষে দেশে ফেরার পথে সোমবার (২৪ ডিসেম্বর)সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। তিনি কুমিল্লা প্রেসক্লাবের সদস্য ছিলেন।

তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের বসকরা গ্রামের বাসিন্দা।

তাঁর মৃত্যুতে  কুমিল্লা প্রেসক্লাব, কুমিল্লা সাংবাদিক ইউনিয়ন, কুমিল্লা সম্পাদক পরিষদ, কুমিল্লা সাংবাদিক ক্লাব, কুমিল্লা স্পোর্টস জার্নালিষ্ট এসোসিয়েশন, কুমিল্লা ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশন এর সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন ।