Tag Archives: কুমিল্লার ১০ উপজেলায় জমিসহ ঘর পাবে ৭৪৫টি পরিবার

কুমিল্লার ১০ উপজেলায় জমিসহ ঘর পাবে ৭৪৫টি পরিবার

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ১০ উপজেলায়  ৭৪৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের জমিসহ ঘর হস্তান্তর করা হবে।

সোমবার (৭ আগষ্ট) বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) খন্দকার মুঃ মুশফিকুর রহমান।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিসির সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান জানান, জেলার ১০ উপজেলার ৭৪৫টি গৃহহীন পরিবারকে ৭৪৫টি ঘর হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রী ভার্চুয়ালভাবে এটি উদ্বোধন করবেন। জেলায় ইতোমধ্যে ৪ হাজার ৭২৬টি ঘর গৃহহীনদের মধ্যে হস্তান্তর করা হয়েছে।

আগামী বুধবার (৯ আগষ্ট) সকাল ১০টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশব্যাপী একযোগে ৪র্থ পর্যায়ে এসব পরিবারের মাঝে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন বলেও জানান ডিসি খন্দকার মুঃ মুশফিকুর রহমান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, সিনিয়র সহকারী কমিশনার ইমদাদুল হক তালুকদার, জেলা তথ্য অফিসার নাছির উদ্দিন, সাংবাদিক আবুল হাসনাত বাবুল, সাংবাদিক অশোক বড়ুয়াসহ আরো অনেকে।