Tag Archives: কুমিল্লার ১১টি আসনের সবকটিতেই আওয়ামীলীগের প্রার্থীরা বিজয়ী

কুমিল্লার ১১টি আসনের সবকটিতেই আওয়ামীলীগের প্রার্থীরা বিজয়ী

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লার ১১টি সংসদীয় আসনের সবকটিতেই বিজয়ী হয়েছেন মহাজোটের প্রধান শরীক আওয়ামীলীগের সকল প্রার্থী।
কুমিল্লা- ০১ (দাউদকান্দি-মেঘনা) আসনে আ’লীগের মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া (নৌকা) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া (নৌকা) পেয়েছেন ১ লক্ষ ৩৪ হাজার ৮৭১ ভোট ও নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন (ধানের শীষ) পেয়েছেন ভোট ৯৫ হাজার ৫৪২ ভোট।
এ আসনে মোট ভোটার ছিল ৩ লক্ষ ৪৭ হাজার ৭১ জন।

কুমিল্লা- ০২ (হোমনা-তিতাস) আসনে আ’লীগের মনোনীত প্রার্থী সেলিমা আহমেদ মেরী (নৌকা) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এ আসনে তিনি পেয়েছেন ২ লক্ষ ৫ হাজার ৫৬৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন পেয়েছেন ২০ হাজার ১৫৬ ভোট।
এ আসনে মোট ভোটার ছিল ২ লক্ষ ৯০ হাজার ২৭ জন।

কুমিল্লা- ০৩ (মুরাদনগর) আসনে আ’লীগ মনোনীত প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ইউসুফ আবদুল্লাহ হারুন (নৌকা) পেয়েছেন ২ লক্ষ ৭৩ হাজার ১৮২ ভোট ও নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত প্রার্থী কাজী মজিবুর রহমান (ধানের শীষ) পেয়েছেন ১২ হাজার ৩৫৮ ভোট।
এ আসনে মোট ভোটার ৩ লক্ষ ৮৩ হাজার ৮৬ জন।

কুমিল্লা- ০৪ (দেবীদ্বার) আসনে আ’লীগের মনোনীত প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন । তিনি পেয়েছেন ২ লক্ষ ৪০ হাজার ৫৪৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি ঐক্যফ্রন্টের জেএসডির আবদুল মালেক রতন (ধানের শীষ) পেয়েছেন ৭ হাজার ৯৫৮ ভোট।
এ আসনে মোট ভোটার ৩ লক্ষ ১৬ হাজার ৭৫১ জন।

কুমিল্লা- ০৫ (বুড়িচং-ব্রাহ্মনপাড়া) আসনে আ’লীগের মনোনীত প্রার্থী এডভোকেট আবদুল মতিন খসরু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
এডভোকেট আবদুল মতিন খসরু (নৌকা) পেয়েছেন ২ লক্ষ ৯০ হাজার ৫০০ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি অধ্যক্ষ আবদুল ইউনুস (ধানের শীষ) পেয়েছেন ১১ হাজার ৯৬০ ভোট।
এ আসনে মোট ভোটার ৩ লক্ষ ৬৮ হাজার ৯৬৭ জন।

কুমিল্লা- ০৬ (সদর) আসনে আ’লীগের মনোনীত প্রার্থী আ.ক.ম বাহাউদ্দিন বাহার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তিনি পেয়েছেন ২ লক্ষ ৯৬ হাজার ৩০০ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি হাজী আমিনুর রশিদ ইয়াসিন (ধানের শীষ) পেয়েছেন ১৮ হাজার ৫৩৭ ভোট।
এ আসনে মোট ভোটার ৪ লক্ষ ১৫ হাজার ৮৮৪ জন।

কুমিল্লা- ০৭ (চান্দিনা) আসনে আ’লীগের মনোনীত প্রার্থী অধ্যাপক আলী আশরাফ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
অধ্যাপক আলী আশরাফ (নৌকা) পেয়েছেন ১ লক্ষ ৮৪ হাজার ৯০১ ভোট ও নিকটতম প্রতিদ্বন্দ্বি ঐক্যফ্রন্টের প্রার্থী এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ (ধানের শীষ) পেয়েছেন ১৫ হাজার ৮৯১ ভোট।
এ আসনে মোট ভোটার ২ লক্ষ ৫৪ হাজার ৪৯৭ জন।

কুমিল্লা- ০৮ (বরুড়া) আসনে আ’লীগের মনোনীত প্রার্থী নাসিমুল আলম চৌধুরী নজরুল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
নাসিমুল আলম চৌধুরী নজরুল (নৌকা) পেয়েছেন ১ লক্ষ ৮৯ হাজার ৭৮২ ভোট ও নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন (ধানের শীষ) পেয়েছেন ৩৪ হাজার ২১০ ভোট।
এ আসনে মোট ভোটার ২ লক্ষ ৯৬ হাজার ৬৯৭ জন।

কুমিল্লা- ০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে আ’লীগের মনোনীত প্রার্থী মোঃ তাজুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
মোঃ তাজুল ইসলাম (নৌকা) পেয়েছেন ২ লক্ষ ৭০ হাজার ৫৯২ ভোট ও নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী কর্নেল (অব.) আনোয়ারুল আজিম (ধানের শীষ) পেয়েছেন ১১ হাজার ৩৬৭ ভোট।
এ আসনে মোট ভোটার ৩ লক্ষ ৬১ হাজার ৯৬০ জন।

কুমিল্লা- ১০ (সদর দক্ষিন-নাঙ্গলকোট-লালমাই) আসনে আ’লীগের মনোনীত প্রার্থী আ.হ.ম মুস্তফা কামাল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
আ.হ.ম মুস্তফা কামাল (নৌকা) পেয়েছেন ৪ লক্ষ ৫ হাজার ৪৮৬ ভোট ও নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী (ধানের শীষ) পেয়েছেন ১২ হাজার ১৮৩ ভোট।
এ আসনে মোট ভোটার ৫ লক্ষ ১৬ হাজার ৫৭১ জন।

কুমিল্লা- ১১ (চৌদ্দগ্রাম) আসনে আ’লীগের মনোনীত প্রার্থী মোঃ মুজিবুল হক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
মোঃ মুজিবুল হক (নৌকা) পেয়েছেন ২ লক্ষ ৭৯ হাজার ৩০৩ ভোট ও নিকটতম প্রতিদ্বন্দ্বি কামাল উদ্দিন (হাতপাখা) পেয়েছেন ২ হাজার ২৫৭ ভোট এবং ঐক্যফ্রন্টের প্রার্থী জামায়াত নেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের (ধানের শীষ) পেয়েছেন ১ হাজার ১৩৩ ভোট।
এ আসনে মোট ভোটার ৩ লক্ষ ২৮ হাজার ২৮০ জন।