Tag Archives: কুমিল্লায় “এপেক্স ক্লাব অব রোহিতগিরির” শুভ উদ্বোধন

কুমিল্লায় “এপেক্স ক্লাব অব রোহিতগিরির” শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ
আর্তমানবতার সেবায় নিয়োজিত আর্ন্তজাতিক সেবাধর্মী সংগঠন এপেক্স বাংলাদেশ। এ সংগঠন বাংলাদেশের হতদরিদ্র, সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়িয়ে সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে দীর্ঘ ৫৯ বছর ধরে।

এপেক্স ক্লাব অব রোহিতগিরি (ইউসি) এ সংগঠনের নতুন এক সদস্য। এপেক্স বাংলাদেশের চার নম্বর ক্লাব এপেক্স ক্লাব অব কুমিল্লার হাত ধরে (স্পন্সরে) নতুন এ সদস্য এপেক্স ক্লাব অব রোহিতগিরি (ইউসি)আজ এপেক্স অঙ্গনে তার যাত্রা শুরু করলো। শুভ উদ্বোধন হয় শুক্রবার, দি কুমিল্লা ক্লাব, কান্দিরপাড়, কুমিল্লায়। আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপে. এম এ কাইয়ূম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সহ-সভাপতি এপে. নিজাম উদ্দিন পিন্টু ও এনইডি এপে. মাহমুদুল হক সাবু এবং জেলা গভর্নর এপে. মো.কামরুল হক। এছাড়াও এপেক্স বাংলাদেশের অতীত জাতীয় সভাপতিগণ, লাইফ গভর্ণরগণ, বর্তমান এবং অতীত জাতীয় বোর্ড সদস্যগণ এবং বিভিন্ন জেলা থেকে আগত প্রায় দুইশতাধিক অতিথি এতে উপস্থিত ছিলেন।

নতুন এ ক্লাবটির সভাপতি এপে. মোঃ জহিরুল ইসলামকে পরিচয় করিয়ে দেন এপেক্স ক্লাব অব কুমিল্লার সভাপতি এপে. শাহাজাদা এমরান। পরবর্তীতে সভাপতি তার ক্লাব পরিচালনা কমিটি এপে. জামাল হোসেন পলাশ (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট), এপে. মনিরুল ইসলাম টিপু (জুনিয়র ভাইস প্রেসিডেন্ট), এপে. এজহারুল হক মিজান কে (এক্সপানশন ডিরেক্টর), এপে. মাকসুদা আক্তার লিপি (সেক্রেটারি এন্ড ডিনার নোটিশ এডিটর), এপে. আব্দুল হান্নান টিটু (ট্রেজারার), এপে. মিজানুর রহমান (সার্ভিস ডিরেক্টর), এপে. ইস্কান্দার রানা (মেম্বারশীপ এন্ড এটেন্ডেন্স ডিরেক্টর), এপে. নাসির আহমেদ (ফেলোশীপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর), এপে. মোঃ মাঈন উদ্দিন (পাবলিক স্পীকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর), এপে. আব্দুল হান্নান ভূইয়া (সার্জেন্ট এ্যাট আর্মস)কে সবার মাঝে পরিচয় করিয়ে দেন।