Tag Archives: কুমিল্লায় নিম গাছে আগুন জ্বলা নিয়ে তোলপাড়

কুমিল্লায় নিম গাছে আগুন জ্বলা নিয়ে তোলপাড়

 

 

 

স্টাফ রিপোর্টার

কুমিল্লার লালমাই উপজেলায় একটি নিম গাছে আগুন জ্বলা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) রাতে উপজেলার কুমিল্লা বাঙ্গড্ডা সড়কের বাগমারা নামক স্থানে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়দের ধারনা, অলৌকিকভাবে ঐ গাছে আগুন জ্বলছে। তবে পুলিশ বলছে, এটা অলৌকিক না ভূয়া। একটি মহল এটা নিয়ে গুজব ছড়াচ্ছে।

 

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (৩০ নভেম্বার) শনিবার মোহাম্মদ আইউব বলেন,নিম গাছটির মধ্যে খানে শুকনো আছে, কোনও দুষ্টু ছেলে আগুন দিলে ধোয়া বের হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কেউ ছবি ভিডিও ছাড়িয়ে গুজব ছড়ায়। এটা অলৌকিক না ভূয়া। একটি মহল গুজব ছড়িয়েছে।