স্টাফ রিপোর্টারঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদরে ৩ হাজার ৬৪০ পিস ইয়াবা এবং ৩৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমানকে (৩৪)আটক করেছে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।
শুক্রবার (৩ মার্চ ) ভোররাতে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি আভিযানিক দল কুমিল্লা জেলার কোতয়ালি থানার আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ।
আটক হওয়া মোঃ হাবিবুর রহমান বুড়িচং উপজেলার পূণ্যবতী গ্রামের মোঃ ইয়াছিনের ছেলে।
র্যাব জানায়, অভিনব কায়দায় পিকআপে করে মাদক পরিবহনের সময় শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমানকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ৩ হাজার ৬৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা আনয়ন করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২, উপ-পরিচালক কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ বিষয়টি নিশ্চিত করেছেন।