Tag Archives: কুমিল্লায় পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ বেড়েছে ১১৯ জনের

কুমিল্লায় পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ বেড়েছে ১১৯ জনের

 

স্টাফ রিপোর্টার:

২০১৯ সালে কুমিল্লা শিক্ষাবোর্ডের জেএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে আবেদন করেছিল ৯৮৩৪ জন শিক্ষার্থী। এরমধ্যে ফলাফলে পরিবর্তন হয়েছে ৩৭১ জন শিক্ষার্থীর।

ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১৯ জন, ফেল থেকে পাশ করেছে ১০৪ জন আর অন্যান্য গ্রেড পরিবর্তন হয়েছে ১৪৮ জনের।

 

কুমিল্লা শিক্ষাবোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক শেখ শহিদুল ইসলাম বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

 

কুমিল্লা শিক্ষাবোর্ড সূত্র জানায়, ২০১৯ সালে কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ছয়টি জেলা থেকে মোট দুই লাখ ৭০ হাজার ৯৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে পাশ করেছে দুই লাখ ৪০ হাজার ৬২২ জন। পাশের হার ৮৮.৮০ ভাগ। গত ৩১ ডিসেম্বর  জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের সময় কুমিল্লা শিক্ষাবোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছিল ছয় হাজার ১৩১ জন। পুনঃনিরীক্ষণে ১১৯ জন বেড়ে এখন হয়েছে ছয় হাজার ২৫০ জন।