Tag Archives: কুমিল্লায় পৃথক অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ ৩ জন আটক

কুমিল্লায় পৃথক অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ি আটক

 

স্টাফ রিপোর্টার:

পৃথক অভিযানে কুমিল্লার সদর দক্ষিণ থেকে ৬৮ বোতল ফেন্সিডিল এবং কুমিল্লা সদর থেকে ০৪ কেজি গাঁজা ও ০৫ বোতল বিদেশী মদসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর একটি আভিযানিক দল ১৫ নভেম্বর জেলার সদর দক্ষিণ থানার নোয়াগাও চৌমুনী লাকসাম রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৬৮ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন নারায়নগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার পশ্চিম দেওভোগ গ্রামের মোঃ কালু মিয়ার ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৩২)।

এদিকে সদরের বামইল পূর্বপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে ০৪ কেজি গাঁজা ও ০৫ বোতল বিদেশী মদসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন কুমিল্লা সদরের কৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে মোঃ জিলানী (৩৩), ইটাল্লা গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ বাবর মিয়া @ সেন্টু (২০) এবং মোঃ মোসলেম মিয়ার ছেলে মোঃ আবুল হাসেম @ আবুল (৩০)।

এ ঘটনায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

কুমিল্লায় পৃথক অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ ৩ জন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় পৃথক অভিযানে ১৩৫ বোতল ফেন্সিডিল ও ২৪ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

গোপন সংবাদের ভিত্তিতে ৪ নভেম্বর বিকালে নগরীর সূবর্ণপুর মীরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১৩৫ বোতল ফেন্সিডিলসহ জয়নাল (৩০) নামে একজনকে আটক করে। আটককৃত জয়নাল কুমিল্লার ছাওয়ালপুর গ্রামের মফিজ মিয়ার ছেলে ।

অপরদিকে ৫ নভেম্বর ভোররাতে কুমিল্লার টিক্কারচর ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করে। আটককৃতরা হলেন, কুমিল্লার মতিনগর গ্রামের মোঃ সুরুজ মিয়ার ছেলে মোঃ খোরশেদ আলম (৩০) ও একই গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে মোঃ মামুন মিয়া (২৪)।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

শুক্রবার (৫ নভেম্বর) সকালে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।