স্টাফ রিপোর্টার:
পৃথক অভিযানে কুমিল্লার সদর দক্ষিণ থেকে ৬৮ বোতল ফেন্সিডিল এবং কুমিল্লা সদর থেকে ০৪ কেজি গাঁজা ও ০৫ বোতল বিদেশী মদসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর একটি আভিযানিক দল ১৫ নভেম্বর জেলার সদর দক্ষিণ থানার নোয়াগাও চৌমুনী লাকসাম রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৬৮ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন নারায়নগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার পশ্চিম দেওভোগ গ্রামের মোঃ কালু মিয়ার ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৩২)।
এদিকে সদরের বামইল পূর্বপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে ০৪ কেজি গাঁজা ও ০৫ বোতল বিদেশী মদসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন কুমিল্লা সদরের কৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে মোঃ জিলানী (৩৩), ইটাল্লা গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ বাবর মিয়া @ সেন্টু (২০) এবং মোঃ মোসলেম মিয়ার ছেলে মোঃ আবুল হাসেম @ আবুল (৩০)।
এ ঘটনায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।