স্টাফ রিপোর্টার
কুমিল্লার সদরের গাজীপুর এলাকা থেকে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ বোতল ফেনসিডিল ও ৭ বোতল স্কাফ সিরাপসহ মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২ মে কুমিল্লার কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির কর্মরত এসআই মো: সোহরাব হোসেন ভূঁইয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি বিশেষ অভিযান পরিচালনা করে ।
উক্ত অভিযানে গাজীপুর (খন্দকার বাড়ী) গ্রামের মোহন খন্দকারের স্ত্রী নাঈমা আক্তার (৩২) মহিলা মাদক ব্যবসায়ীকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৬ বোতল ফেনসিডিল ও ৭ বোতল স্কাফ সিরাপসহ গ্রেপ্তার করে।
এছাড়াও উক্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বের ১১ টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। উক্ত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়।