Tag Archives: কুমিল্লায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তণ জন্মশত বার্ষিকীর ক্ষণ-গণনার উদ্বোধন

কুমিল্লায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তণ জন্মশত বার্ষিকীর ক্ষণ-গণনার উদ্বোধন

 

 

স্টাফ রিপোর্টার:

শ্রদ্ধা ভালোবাসা ও বঙ্গবন্ধুর মুর‌্যালে ফুলেল শুভেচ্ছার মধ্যে দিয়ে কুমিল্লায় আজ শুক্রবার সকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তণ দিবসটি উদযাপিত হয়েছে। এছাড়াও বিকেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মুজিববর্ষের ক্ষণগনণা কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়।

 

সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স¦দেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কুমিল্লা নগর উদ্যান সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহারসহ নগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

 

পৃথক কর্মসূচীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স¦দেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকালে কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগ এর উদ্যাগে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স¦দেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কুমিল্লা নগর উদ্যান সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর ও পুলিশ প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ জেলা ও পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

 

 

 

এদিকে সকালের কর্মসূচী শেষে বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে সম্মিলিত কার্যক্রম শুরু হয়। নগর কুমিল্লার টাউনহলে সরকারী বেসরকারী ও স্বায়ত্বশাষিত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা র‌্যালী ব্যানার নিয়ে উপস্থিত হয়।

 

কুমিল্লা জেলা পুলিশের একটি র‌্যালী নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন শেষে টাউন হল মাঠের কর্মসূচীতে অংশ গ্রহণ করে। বর্ণাঢ্য এই র‌্যালীর নেতৃত্ব দেন কুমিল্লার জেলা পুলিশ সুপার মো:সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম। র‌্যালীতে উপস্থিত ছিলেন পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মো: আবদুল্লাহ্ আল মামুন, মোহাম্মদ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিম-উল-আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমনসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ।

 

বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মুজিববর্ষের ক্ষণগনণা কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। কেন্দ্রীয় কর্মসূচীর প্রতি একত্মতা পোষণ কওে কুমিল্লাতেও সবার সম্মিলিত উপস্থিতিতে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মুজিববর্ষের ক্ষণগনণা কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়।

 

মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সদর আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ আ.ক.ম বাহা উদ্দিন বাহার, সিটি মেয়র মো:মনিরুল হক সাক্কু ও কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর ও জেলা পুলিশ সুপার মো:সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম, স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসীন বাহার সুচনাসহ কুমিল্লার সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।