Tag Archives: কুমিল্লায় বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

কুমিল্লায় বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

 

নিজ প্রতিবেদক;
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন হয়েছে।
শুক্রবার সকালে এ কর্নার উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের এমপি ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার।

এ উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে ১০০ দিনের পরিচ্ছন্ন কর্মসূচিরও উদ্বোধন করেন তিনি।

এতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়ের মনিরুল হক সাক্কু, ইউএনও অনুপম বড়ুয়া, প্যানেল মেয়র জমির উদ্দিন খান জম্পি, কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।