স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা মহানগরসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে নাশকতার আশঙ্কার অভিযোগে ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্নস্থান থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে দেবিদ্বার উপজেলা বি এন পি’র সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনকে গ্রেফতার করা হয়।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ডি এস বি) মোঃ আজিমুল আহসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শান্তি-শৃঙ্খলা ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতের লক্ষে বিপদগামীদের গ্রেফতার করছে পুলিশ। তারই ধারাবাহীকতায় বৃহস্পতিবার রাতে জেলার ১৭ উপজেলার বিভিন্ন স্থান থেকে নাশকতার আশঙ্কার অভিযোগে ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।