স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার শাসনগাছা থেকে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজী ও অন্যান্য পণ্যসামগ্রীসহ ৬ জন চোরাকারবারিকে আটক করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে ১ সেপ্টেম্বর রাতে শাসনগাছা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
উক্ত অভিযানে প্রায় ১ লাখ ২৪ হাজার ৯৬ পিস ভারতীয় আতশজবাজী, ২০ হাজার পিস ভারতীয় পন্ডস পাউডার, ৮৬০ পিস ভারতীয় টুথপেস্ট, ১৫০ পিস ভারতীয় ফেইসওয়াশ ও ১৯২ পিস ভারতীয় তেলসহ তাদেরকে আটক করা হয়।
চোরাকারবারিরা হলেন, কুমিল্লার শাসনগাছার কবির হোসেনের ছেলে মোঃ রনি (২১), মোঃ আবুল হাশেমের ছেলে নিরব হাসান অপু (১৯), ইন্তাজ আলীর মেয়ে জেসমিন (৩০), আড়াইওড়া গ্রামের মৃত. জামাল হোসেনের ছেলে মোঃ নাইম (২০), মুড়াপাড়া গ্রামের মৃত, মোস্তানের ছেলে ছাইম হোসেন (২০) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ গ্রামের মোঃ শুকুর উদ্দীনের ছেলে মোঃ কবির (২৮)।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবত ভারত হতে আতশবাজীসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য-সামগ্রী বাংলাদেশে আনয়ন করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।