Tag Archives: কুমিল্লায় বিয়েতে ‘রাজি না হওয়ায়’ যুবককের পুরুষাঙ্গে ছুরিকাঘাত

কুমিল্লায় বিয়েতে ‘রাজি না হওয়ায়’ যুবককের পুরুষাঙ্গে ছুরিকাঘাত

 

অনলাইন ডেস্ক :

কুমিল্লার বরুড়া উপজেলায় বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকার পরিবার এক যুবকের পু’রুষাঙ্গে ছু’রি দিয়ে আঘাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সন্ধ্যার পর উপজেলার গোয়ালী গ্রামে প্রেমিকার বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে যুবকের স্বজনরা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আহত যুবকের বাড়ি উপজেলার জলম গ্রামে। তিনি একজন সিএনজিচালিত অটোরিকশার চালক।

আহত যুবকের বরাত দিয়ে চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মো. আহাদ জানান, দীর্ঘদিন ধরে ওই মেয়ের সঙ্গে প্রেম ছিল যুবকের। ঘটনার দিন মেয়ের পরিবার ফোন করে তাঁকে বাসায় ডেকে নিয়ে আসে। এরপর বিয়ের জন্য চাপ দেয়। তৎক্ষণাৎ বিয়ে করতে রাজি না হলে মেয়ের পরিবার ক্ষিপ্ত হয়ে ধারালো অ’স্ত্র দিয়ে তাঁর পু’রুষাঙ্গে আঘাত করে।