সেলিম সজীবঃ
কুমিল্লায় বুড়িচংয়ে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার রাতে এ ঘটনাটি ঘটে। উপজেলার ষোলানাল ইউনিয়নের কামারখাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে মোঃ রবিন বাড়ির কাছে ব্যাডমিন্টন খেলতে যায়।
সেখানে খেলার এক পর্যায়ে বিদ্যুৎ তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে কুমিল্লায় মুন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির-২ বুড়িচং উপজেলা এজিএম বলেন বিদ্যুৎস্পষ্টে হয়ে নিহত হওয়ার বিষয়টি আমার জানা নেই। তবে অবৈধ সংযোগ নিয়েছে কিনা, তা খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।