Tag Archives: কুমিল্লায় মঙ্গলবারে ৪৫ জনের করোনা শনাক্ত: সংখ্যা বেড়ে ৩৫২ জন

কুমিল্লায় মঙ্গলবারে ৪৫ জনের করোনা শনাক্ত: সংখ্যা বেড়ে ৩৫২ জন

স্টাফ রিপোর্টার :

কুমিল্লা জেলায় মঙ্গলবার দু দফায় ৪৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত হয়েছে ৩৫২ জন। মুরাদনগরে একজন মারা গেছেন। ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়ালো  ১৪ জনে। করোনা উপসর্গ নিয়ে দুই উপজেলায় ৩ জনের (বাঙ্গরায় একজন ও নাঙ্গলকোটে ২ জনের) মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সকালে চান্দিনায় ২ জন, তিতাসে ২ জন, দেবিদ্বারে ১ জন , দাউদকান্দিতে ১ জন ও বি-পাড়ায় একজন এবং বিকেলে মুরাদনগরে ৩১ জন , মনোহরগঞ্জে ১ জন, আর্দশ সদরে একজন, বুড়িচংয়ে একজন, কুমিল্লা নগরীতে ৩ জন ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের রিপোর্টে একজন।

আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত কুমিল্লায় ৬১  জন সুস্থ্য হয়েছেন।

জেলা সিভিল সার্জন অফিস বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্র মতে, কুমিল্লার উপজেলা ওয়ারী আক্রান্ত সংখ্যা কুমিল্লা নগরীতে ৩১ জন , সদরে ৯  জন , তিতাসে ১৪ জন, দাউদকান্দিতে ১৬ জন, বুড়িচংয়ে ১১ জন, চান্দিনায় ১৯ জন, দেবিদ্বারে ১০৯ জন, মেঘনায় ২ জন, বরুড়ায় ১০ জন, ব্রাহ্মণপাড়ায় ৮ জন, সদর দক্ষিণে ৫ জন, চৌদ্দগ্রামে ২ জন ,মনোহরগঞ্জে ৭ জন, মুরাদনগরে ৬৯ জন, হোমনায় ৪ জন, নাঙ্গলকোটে ১১ জন, লালমাইয়ে ৩ জন ও লাকসামে ২২ জনসহ ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত মোট ৩৫২ জন।