Tag Archives: কুমিল্লায় মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অসহায়

কুমিল্লায় মহিলা বিষয়ক অধিদপ্তরের সেলস, ডিসপ্লে সেন্টার ও বিউটি পার্লার উদ্বোধন

ইসতিয়াক আহমেদ:

কুমিল্লায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত আইজিএ প্রকল্পের সেলস ও ডিসপ্লে সেন্টার এবং বিউটি পার্লার উদ্বোধন হয়েছে।

শনিবার (১৩ই নভেম্বর) দুপুর আড়াইটার দিকে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের পাশে আইজিএ প্রকল্পের সেলস ও ডিসপ্লে সেন্টার এবং বিউটি পার্লারটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস (গ্রেড-১) । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান এবং মহিলা বিষয়ক অধিদপ্তর, কুমিল্লার উপপরিচালক কানিজ তাজিয়া।

অতিথিরা প্রথমে ফিতা ও কেক কেটে সেলস ও ডিসপ্লে সেন্টার এবং বিউটি পার্লার উদ্বোধন করেন। পরে অতিথিরা পুরা সেলস ও ডিসপ্লে সেন্টার এবং বিউটি পার্লার টি ঘুরে দেখেন।

সেলস ও ডিসপ্লে সেন্টারে আইজিএ প্রকল্প থেকে প্রশিক্ষণ প্রাপ্ত দুঃস্থ, অসহায় ও বেকার মহিলাদের দ্বারা তৈরিকৃত ব্লক বাটিক, হ্যান্ড প্রিন্ট ও সুতার কাজের বিভিন্ন ডিজাইনের পোশাক, এছাড়াও পুতি পাট ও কাঠের তৈরি বিভিন্ন শো-পিচ, ঘুরে দেখেন অতিথিরা।

কুমিল্লায় অসহায়-বয়স্ক নারীদেরকে শীতবস্ত্র বিতরণ করলেন মহিলা বিষয়ক অধিদপ্তর

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে প্রান্তিক পর্যায়ে দুঃস্থ, অসহায়, বয়স্ক নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কানিজ তাজিয়া।

এই আয়োজনে সার্বিক সহযোগিতা করেন প্রতিজ্ঞা ফাউন্ডেশনের সভাপতি রাজিয়া রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের নেত্রীবৃন্দ।