Tag Archives: কুমিল্লায় মাকে হত্যা করে বাবা জেলে: ২ শিশুর পাশে দাড়ালেন পুলিশ

কুমিল্লায় মাকে হত্যা করে বাবা জেলে: ২ শিশুর পাশে দাড়ালেন পুলিশ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় মাকে হত্যা করে বাবার জেলে যাওয়ার ঘটনায় অসহায় হয়ে পড়া দুই শিশুর পাশে দাঁড়িয়েছে জেলা পুলিশ।

পারিবারিক কলহের জের ধরে গত মঙ্গলবার বুড়িচং উপজেলার হালগাও গ্রামের লোকমান হোসেন তার স্ত্রী ও শাশুড়িকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনা পরপরই পুলিশ লোকমানকে আটক করে জেলা কারাগারে পাঠিয়ে দেয়।

মর্মান্তিক এ ঘটনার পর লোকমান ও তার স্ত্রীর পাঁচ বছরের মেয়ে ইমি ও নয় মাসের শিশু সন্তান আরাফাতের জীবনে অন্ধকার নেমে আসে। তাই এতিম এই দুই শিশুর পাশে দাঁড়িয়েছেন কুমিল্লা জেলা পুলিশ।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহান সরকার ও বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বৃহস্পতিবার রাতে শিশু দুটির জন্য জামা, জুতা, খেলনা, গুড়ো দুধ, বিস্কুট, চাল, ডাল, তেল ও পেঁয়াজসহ বিভিন্ন খাদ্যদ্রব্য নিয়ে তাদের বাড়িতে হাজির হন।

আরও পড়ুন: অপহরণের পর মুক্তিপণ আদায়: সিএমপি কমিশনারের দেহরক্ষীসহ ৬ পুলিশ গ্রেপ্তার

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার আশ্বাস প্রদান করে বলেন, আগামী দিনগুলোতে শিশু দুটির পাশে থাকবে কুমিল্লা জেলা পুলিশ। এছাড়া শিক্ষা, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় সব বিষয়ে পুলিশ তাদের সার্বিক সহযোগিতা করবে বলে তিনি জানান।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

মা ও বাবাকে হারিয়ে বর্তমানে শিশু দুটি চাচি আকলিমা আক্তারের হেফাজতে আছে।