সাকিব আল হেলাল:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের তৈলকুপি বাজারের সামান্য দক্ষিণে অ মোঃ ফয়েজ আহম্মেদ(৫২) নামের এক ব্যক্তি মোটর সাইকেল ধাক্কায় নিহত হন।
বৃহস্পতিবার(৫ আগষ্ট) বিকালে বাড়ি থেকে পার্শ্ববর্তী তৈলকুপি বাজারে যাওয়ার সময় হঠাৎ তাকে দ্রুতগামী মোটর সাইকেল ধাক্কা দিলে সেখানে মারাত্বকভাবে আহত হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত ফয়েজ আহম্মেদ আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের রঘুরামপুর গ্রামের মাওলানা মুফতি আবু নাছের জেহাদীর ছোট ভাই। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,বৃহস্পতিবার বিকালে ব্যক্তিগত কোন এক কাজে বাড়ি থেকে হেঁটে তৈলকুপি বাজারের দিকে যাওয়ার সময় বাজারের কাছাকাছি যাওয়ার পর হঠাৎ দ্রুতগামী এক মোটর সাইকেলের ধাক্কায় তিনি মারাত্বকভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক উক্ত বিষয়টি নিশ্চিত করেছেন।