স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে শনিবার ভোর থেকেই প্রচণ্ড ঝড়ো হাওয়া বইছে। শুক্রবার গভীর রাত থেকে ভারী বর্ষণের সাথে দমকা হাওয়ার পর এই অবস্থা বিরাজ করছে। রাত থেকেই বিদ্যুত নেই। সাধারণ মানুষকে আতঙ্কগ্রস্ত দেখা গেছে।
বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে বাতাসের তীব্রতা। এ পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে শুক্রবার মধ্যরাতে পশ্চিমবঙ্গে আঘাত হেনেছে ফণী। ঘণ্টায় প্রায় ৯০ কিলোমিটার বেগে খড়গপুরে শক্তিশালী ঝড় হিসেবেই আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি। সেখানে তাণ্ডব চালানোর পর হুগলির আরামবাগের দিকে অগ্রসর হয় সেটি। ঘূর্ণিঝড়টির গতিপথ এখন বাংলাদেশ অভিমুখে।