Tag Archives: কুমিল্লায় সেপটিক ট্যাংকে ডুবে দুই শ্রমিকের মৃত্যু

কুমিল্লায় সেপটিক ট্যাংকে ডুবে দুই শ্রমিকের মৃত্যু

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার নাঙ্গলকোটে সেপটিক ট্যাংকের পানিতে ডুবে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় নাঙ্গলকোট পৌরসভার চৌগুরি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন নাঙ্গলকোট পৌরসভার চৌগুরি গ্রামের হাবিবুল্লাহর ছেলে মো. আবুল কালাম (২০) ও নাওগোদা গ্রামের আবুল কাশেমের ছেলে মো. ইয়াছিন (১৮)।

নাঙ্গলকোট থানার ওসি মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার বিকালে নাঙ্গলকোট পৌরসভার চৌগুরি গ্রামে সুরুজ মিয়ার ছেলে শাহজাহান মিয়ার নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া কাঠ তুলতে যান দুই শ্রমিক। পানি ভর্তি ট্যাংকে নেমে তারা ডুবে যান। শ্রমিকদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।