অনলাইন ডেস্কঃ
কুমিল্লায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নিজ সন্তানকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। নিহত শিশু হলেন- ইসমাঈল হোসেন (০৭ মাস)
শুক্রবার সন্ধ্যায় সদর দক্ষিণ থানাধীন নগরীর রাজাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই ঘাতক বাবা ইব্রাহিম পালাতক রয়েছেন।
শনিবার সকালে নিহত শিশুর মা নিপা আক্তার বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
নগরীর দক্ষিণ চর্থা এলাকার ইজিবাইকচালক ইব্রাহিম ও তার স্ত্রী নিপা আক্তার সাত মাস বয়সী শিশু ইসমাইলকে নিয়ে রাজাপাড়া এলাকার মনসুর মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয়রা জানান, পারিবারিক বিষয় নিয়ে ইব্রাহিম ও নিপার প্রায় ঝগড়া হতো।
শুক্রবার সন্ধ্যায় ইব্রাহিম স্ত্রীর সঙ্গে ঝগড়া করে শিশু ইসমাইলকে সিগারেটের ছ্যাকা দেন এবং শ্বাসরোধ করে হত্যার পর স্ত্রী নিপাকে মারধর করে পালিয়ে যায়।
খবর পেয়ে ইপিজেড ফাঁড়ির একদল পুলিশ শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
সদর দক্ষিণ মডেল থানার ওসি মামুন অর রশিদ বলেন, ঘটনার পর থেকে ঘাতক ইব্রাহিম পালাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত আছে