Tag Archives: কুমিল্লায় ৪৯তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপণী অনুষ্ঠিত

কুমিল্লায় ৪৯তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপণী অনুষ্ঠিত

 

আশিকুর রহমান আশিকঃ

কুমিল্লায় ৪৯তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সমাপণী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি কুমিল্লা- ৬ (সদর) আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো:আবদুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এমরান কবির চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।

কুমিল্লা শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় সারা দেশের ৪টি অঞ্চলের মোট ৮০৮ জন প্রতিযোগী ইভেন্টগুলোতে অংশগ্রহণ করেন।