Tag Archives: কুমিল্লা ব্যাটালিয়ন

কুমিল্লায় পিস্তলসহ ২ জন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় একটি পিস্তল, ২টি খালি ম্যাগাজিন ও ১ লিটার ইস্কফ সিরাপসহ ২ জনকে আটক করেছে ১০ বিজিবি সদস্যরা।

সোমবার (২৪ এপ্রিল) বেলা সোয়া ১২টায় সীমান্ত পিলার ২০৮৪/৪-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “শাহাপুর” নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহার করা সিএনজি চালিত অটোরিক্সাটি জব্দ করা হয়।

আটকরা হলেন, নারায়নগঞ্জের মোমেন খানের ছেলে মোঃ ফারুক গনী ও চাঁদপুরের কচুয়ার মোঃ আবুল বাশারের ছেলে মোঃ ফয়েজ (২৬)।

১০ বিজিবি সূত্র জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ ইসহাক, বিজিবিএম, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় হাবিলদার মাহাবুবুর রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর সহকারি পরিচালক মোঃ পারভেজ শামীম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।