Tag Archives: কুমিল্লা মহানগর শ্রমিকদলের বর্ধিত সভা অনুষ্ঠিত

কুমিল্লা মহানগর শ্রমিকদলের বর্ধিত সভা অনুষ্ঠিত

 

মাছুম কামাল:

কুমিল্লা মহানগর শ্রমিক দলের উদ্যোগে নগরীর বধুয়া কমিউনিটি সেন্টারে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র জনাব মনিরুল হক সাক্কু। এ সময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, শহর বিএনপির সাবেক সভাপতি আবদুর রউফ চৌধুরী ফারুক, শহর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসীম উদ্দিন, মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তির দাবী জানান।

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য আবদুর রহমান। পরিচালনা করেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদলের বিভিন্ন নেতৃবৃন্দগণ।