Tag Archives: কুমিল্লা মহাসড়কের গাছগুলো অবাধে কেটে নিচ্ছে প্রভাবশালী মহল

কুমিল্লা মহাসড়কের গাছগুলো অবাধে কেটে নিচ্ছে প্রভাবশালী মহল

 

স্টাফ রিপোর্টারঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে পদুয়ার বাজার বিশ্বরোড পর্যন্ত মহাসড়কের পাশের গাছগুলো অবাধে কেটে নিচ্ছে প্রভাবশালী মহল।

মহাসড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখা যায়, প্রায় সহস্রাধীক মূল্যবান গাছ অনুমতি ছাড়াই দিনে-দুপুরে কেটে নেয়া হচ্ছে। স্থানীয় প্রভাবশালীরা এসব গাছ প্রথমে উপড়ে ফেলে দিয়ে পরে তা টুকরো করে কেটে নেয়।

এ বিষয়ে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আহাদ উল্লাহ বলেন, সরকারের লক্ষ লক্ষ টাকার মূল্যবান গাছ নষ্ট হচ্ছে। শুধু গাছই নয় সড়কের সৌন্দর্য ও পরিবেশের ও ব্যাপক ক্ষতি হচ্ছে। রাষ্ট্রিয় সম্পদ রক্ষা করা জনগণসহ সকলেরই দায়িত্ব। অবৈধভাবে সড়কের গাছ যারা কাটছে সুনির্দিষ্ট প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।