Tag Archives: কুমিল্লা মেডিকেলে আজ করোনায় ২ জন ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

কুমিল্লা মেডিকেলে আজ করোনার লক্ষণ ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের লক্ষণ ও উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে আরও ৬ জন। মৃতদের মধ্যে ৩ জন পুরুষ ও ৩ জন নারী।

বুধবার (২৯ জুলাই) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তিরা হলেন- কুমিল্লা সদর উপজেলার তালতলা এলাকার মৃত আলী মিয়ার ছেলে মো. জুলফিকার আলী টিটু (৪৬), ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মোমেনের ছেলে ফুল মিয়া (৬৫), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ওমর আলীর মেয়ে আতরন্নেছা (৭৭), দেবিদ্বার উপজেলার আবদুল জলিলের মেয়ে শাহানারা বেগম (৫৫), কাদিরপুর এলাকার আবদুল মতিনের ছেলে মো. শাহাজাহান (৫৫) ও কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার জহিরুল ইসলামের মেয়ে তাসলিমা বেগম (৪০)।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ২৭৫ জনের মৃত্যু হয়েছে।

কুমিল্লা মেডিকেলে আজ করোনায় ২ জন ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে ২ জন ও উপসর্গ লক্ষণ নিয়ে মারা গেছে ৬ জন। এদের মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন মহিলা।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি সার্জন ডা. মুক্তা রানি ভূইয়া জানান, করোনায় আক্রান্ত হয়ে ২ জন আর ৬ জন জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন।

এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন ২৫ জনসহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছে ১১৫ জন এবং সুস্থ হয়েছেন ১৮ জন। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৬৬ জনের। তারমধ্যে করোনায় আক্রান্ত ২৮ জন আর উপসর্গ ও লক্ষণ নিয়ে মৃত্যু ১৩৮ জনের।