Tag Archives: কুমিল্লা মেডিকেলে ৫ম তলা থেকে পড়ে সিনিয়র নার্সের মৃত্যু

কুমিল্লা মেডিকেলে ৫ম তলা থেকে পড়ে সিনিয়র নার্সের মৃত্যু

 

শাহ ইমরান/সেলিম সজীবঃ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বহুতল ভবন থেকে পড়ে আকরিমা খন্দকার (৪৮) নামে এক সিনিয়র স্টাফ নার্সের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ আগষ্ট) সকালে কুমেক হাসপাতালের ডরমেটরি ভবনের ৫ম তলা থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকরিমা খন্দকার কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা। তিনি ১৯৯০ সালে চাকরিতে যোগদান করেন।

স্থানীয় সূত্র জানায়,সকালে আকরিমা খন্দকার ওই ভবনের ৫ম তলায় ওঠে সবজি বাগান পরিচর্যা করছিলেন। এসময় এক ভবনের ছাদ থেকে অন্য ভবনের ছাদে যাওয়ার জন্য পুরনো টিনের ওপর পা দেন। এতে মুহূর্তের মধ্যেই ওই টিন ভেঙে তিনি নীচে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তাকে দেখতে হাসপাতালের অন্যান্য সহকর্মীরা ছুটে আসেন এবং কান্নায় ভেঙ্গে পড়েন। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালের ফরেনসিক বিভাগে তার লাশ প্রেরণ করা হয়।

এ বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. স্বপন কুমার অধিকারী।