Tag Archives: কুমিল্লা-১০ আসনের নির্বাচনী হিসেব-নিকেশ

কুমিল্লা-১০ আসনের নির্বাচনী হিসেব-নিকেশ

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা-১০ আসনে প্রায় সমানে-সমান আওয়ামী লীগ ও বিএনপি। গত কয়েকটি নির্বাচনে এ আসনে পর্যায়ক্রমে জয় পেয়েছে দল দু’টি। এ অবস্থায়, আগামী নির্বাচনেও নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী দুদলই। তবে ভোটাররা বলছেন, উন্নয়নকর্মী ব্যক্তিকে বেছে নেবেন তারা।

সদর দক্ষিণ উপজেলার ৬টি, লালমাই উপজেলার ৯টি ইউনিয়ন ও নাঙ্গলকোট উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-১০ আসন। ১৯৯১ সালের নির্বাচনে বিএনপির এ টি এম আলমগীর নির্বাচিত হন। ১৯৯৬ সালের নির্বাচনেও জয় পান তিনি। একই সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জয়নাল আবেদীন নির্বাচিত হন। পরের ২০০১ সালের নির্বাচনে আবারো বিএনপির দখলে আসে আসনটি। এরপর ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী আ হ ম মোস্তফা কামাল জয় পান। সবশেষ নির্বাচনে মহাজোটের হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।

ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের জন্য আগামী নির্বাচনেও জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ। কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব অধ্যক্ষ আবু ইউসুফ বলেন, ‘আমাদের মোস্তফা কামাল আবার যদি নির্বাচিত হোন তাহলে উন্নয়নের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন।’

আসনটি পুনরুদ্ধারে আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য ইকরামুল হক মজুমদার বলেন, ‘২০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে অবৈধ সরকারকে আমরা প্রতিহত করবো।’

ভোটাররা বলছেন, অংশগ্রহণমূলক নির্বাচন এবং উন্নয়নে কাজ করবেন এমন ব্যক্তিকেই বেছে নেবেন তারা। কুমিল্লা-১০ আসনে ৫ লাখ ১৬ হাজার ভোটারের মধ্যে ২ লাখ ৫৬ হাজার ৪শ’ নারী।