Tag Archives: কুমিল্লা

হিযবুত তাহরির সাথে জড়িতের অভিযোগে রূপসী বাংলা কলেজের সাবেক প্রভাষক গ্রেফতার

 

স্টাফ  রিপোর্টার:

হিযবুত তাহরির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে  কুমিল্লা রূপসী বাংলা কলেজের সাবেক জুনিয়র প্রভাষক মো: আবু তাহের সাগরকে  গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গত ৭ মার্চ তাকে কুমিল্লা নগরীর কান্দিরপাড়  এলাকা থেকে  আটক করে আদালতে পাঠানো হয়। আদালত তাকে ২ রিমান্ডে পাঠানোর সিদ্ধান্ত নেয়।

আবু তাহের সাগর  কুবির সাবেক শিক্ষার্থী । তিনি কুমিল্লা রুপসি বাংলা কলেজের একজন প্রভাষক  হিসেবে কর্মরত ছিলেন। তাকে আটক করার পর কলেজ থেকে তার স্বেচ্ছায় অব্যাহতি নেয়ার  একটি  চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাওয়া যায়। সেখানে তাকে ২৪ ফেব্রুয়ারি চাকরি থেকে অব্যাহতি দেয়ার কথা উল্লেখ্য রয়েছে।

এ বিষয়ে জানতে রূপসী বাংলা  কলেজের কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে  শুক্রবার দুপুরে কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ জানান, তার দুই দিনের রিমান্ড গৃহিত হয়েছে। তবে এখনো তাকে রিমান্ডে আনা হয় নি।

কুমিল্লায় কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক

 

হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লার কাবিলা বাজারে অভিযান চালিয়ে প্রায় তিন কোটি আট লাখ আট হাজার টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

শুক্রবার (১৪ মার্চ) দুপুর আড়াইটায় এই তথ্য নিশ্চিত করেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ মার্চ রাত থেকে ১৪ মার্চ ভোর ৫টা পর্যন্ত কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাবিলা বাজার এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্ত-এর উপস্থিতিতে বিজিবি ও র‍্যাব সদস্যদের সমন্বয়ে গঠিত বিশেষ টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৪ লাখ ১৫ হাজার ৪০০টি ভারতীয় অবৈধ আতশবাজি এবং একটি ট্রাক জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় তিন কোটি আট লাখ আট হাজার টাকা।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। এরই অংশ হিসেবে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে এসব অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্য বিধি মোতাবেক কাস্টমসে জমা দেওয়া হবে।

কুমিল্লা আদালতে মামলার বাদীকে

কুমিল্লা আদালতে মামলার বাদীকে পিটিয়ে আহত, আটক দুই আসামি

কুমিল্লা আদালতে মামলার বাদীকে পিটিয়ে আহত, আটক দুই আসামি

হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লা আদালত প্রাঙ্গণে মামলার বাদী সুমন মিয়াকে পিটিয়ে আহত করেছে আসামিপক্ষ। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত সুমন মিয়া হোমনা উপজেলার শ্রীমদ্দি এলাকার বাসিন্দা। এ ঘটনায় স্থানীয়রা দুই আসামিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটককৃতরা হলেন একই এলাকার মতিন মিয়া (৪৮) ও সাদ্দাম হোসেন (২৯)।

জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে সুমন মিয়ার সঙ্গে আসামিদের দ্বন্দ্ব চলে আসছে। আহত সুমনের বড় বোন ইয়াসমিন আরা জানান, গত ১৫ জানুয়ারি এই বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় সুমন প্রতিপক্ষ মতিন মিয়া, সাদ্দাম হোসেনের বাবা খালেক মিয়াসহ ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর জের ধরে ১৫ ফেব্রুয়ারি আসামিপক্ষ আবারো সুমনের বাবা দৌলত মিয়াকে মারধর করে। এই ঘটনার পর উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করে।

রবিবার মামলার বিষয়ে আদালতে আইনি পরামর্শ নিতে এলে সুমনের সঙ্গে আসামিদের মুখোমুখি দেখা হয়। এ সময় তারা সুমনকে বেধড়ক মারধর করে। মারধরের একপর্যায়ে সুমন অচেতন হয়ে পড়েন। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং আসামিদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।

কুমিল্লা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সালাহ উদ্দিন জানান, আদালতে জনগণের হাতে আটক হওয়া মতিন ও সাদ্দামকে থানায় নেওয়া হয়েছে। আহত সুমনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের সহকারী রেজিস্ট্রার গাজী আরিফুল ইসলাম ভিলিয়া জানান, সুমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে রেফার করা হয়েছে।

এদিকে কুমিল্লা আদালতের কোর্ট ইন্সপেক্টর মো. শহীদুল্লাহ বলেন, “এই ঘটনায়ও চাইলে ভুক্তভোগী নতুন করে মামলা দায়ের করতে পারবেন। যারা সুমনকে মারধর করেছে, তাদের জনগণ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।”

কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির

কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির ২০২৫-২৬ কমিটি গঠন: সেলিম রেজা-সভাপতি, সিরাজ সাধারণ সম্পাদক ও রাসেল সাংগঠনিক সম্পাদক

 

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির ২০২৫-২৬ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে জিটিভির কুমিল্লা প্রতিনিধি সেলিম রেজা মুন্সীকে সভাপতি ও দৈনিক কুমিল্লার ডাকের সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে সকলের সম্মতিতে এ কমিটি ঘোষণা করা হয়।

এ কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন বৈশাখী টিভির আনোয়ার হোসেন, দৈনিক পূর্বাশার চিফ রিপোর্টার জাকারিয়া মানিক ও দৈনিক আজকের জীবনের প্রতিনিধি নেকবর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন সাপ্তাহিক মেগোতির ভারপ্রাপ্ত সম্পাদক আসিফ মান্না ও ডেইলি বাংলাদেশ মিররের সিনিয়র রিপোর্টার রাসেল সোহেল, সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি রেজাউল করিম রাসেল, কোষাধ্যক্ষ পদে রয়েছেন এখন টিভির কুমিল্লা প্রতিনিধি মাসুদ আলম, দপ্তর সম্পাদক পদে রয়েছেন ঢাকা ট্রিবিউনের প্রতিনিধি মহসিন কবির, পাঠাগার বিষয়ক সম্পাদক পদে জসিম উদ্দিন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক পূর্বাশার স্টাফ রিপোর্টার ম্যাক রানা, প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে এশিয়ান টিভির প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ, সমাজকল্যাণ সম্পাদক পদে মোহনা টিভির আব্দুল মোতালেব নিখিল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ডেইলি প্রেজেন্ট টাইমস এর প্রতিনিধি হাবিবুর রহমান মুন্না, আইটি বিষয়ক সম্পাদক পদে দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার উজ্জ্বল হোসেন বিল্লাল।

নির্বাহী সদস্য পদে রয়েছেন কুমিল্লা নিউজের সম্পাদক জহিরুল হক বাবু, জাগরণ টিভির প্রতিনিধি আশিকুর রহমান আশিক, বাংলা টিভির প্রতিনিধি আরিফ মজুমদার, এনটিভির মহানগর প্রতিনিধি আবু সুফিয়ান, দৈনিক আজকের দর্পণের প্রতিনিধি রবিউল বাশার খান, ডেইলি প্রেজেন্ট টাইমস এর জেলা প্রতিনিধি তৌহিদ হোসেন সরকার,বাংলা ট্রিবিউনের আব্দুল্লাহ আল মারুফ, আকাশ টিভির মহিউদ্দিন আকাশ।

এই কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী। উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে রয়েছেন একুশে টিভির প্রতিনিধি হুমায়ুন কবির রনি, গোমেতি সংবাদের সম্পাদক মোঃ মোবারক হোসেন, দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, নাগরিক টিভি, আজকের পত্রিকা ও বাসসের প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাইদ।

কুমিল্লা ইয়ূথ জার্নালিস্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সেক্রেটারি ইমরান

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ইয়ূথ জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের তৃতীয় সভায়  (৫ ফেব্রুয়ারি) কার্যনির্বাহী  পরিষদে  কিছু রদবদল আনা হয়েছে।

৫ ফেব্রুয়ারি বিকেলে কুমিল্লা প্রেসক্লাবে  অনুষ্ঠিত  ওই সভায় সবার মতামতের ভিত্তিতে ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক শাহ ইমরানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ১নং সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল সোহেলকে যুগ্ম সাধারণ সম্পাদক,  নির্বাহী সদস্য মোঃ আলাউদ্দিনকে ৩নং সাংগঠনিক সম্পাদক এবং  আমেনা বেগম শিউলিকে নির্বাহী সদস্য করা হয় ।

কুমিল্লা সদর দক্ষিণে পিকআপ চুরির অভিযোগে

কুমিল্লা সদর দক্ষিণে পিকআপ চুরির অভিযোগে সন্দেহভাজন একজন গ্রেফতার

কুমিল্লা সদর দক্ষিণে পিকআপ চুরির অভিযোগে সন্দেহভাজন একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা সদর দক্ষিণে গাড়ি চুরির অভিযোগে সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১ ফেব্রুয়ারি উপজেলার শ্রীমন্তপুর বাজার হতে তাকে গ্রেফতার করা হয়।

এজহার সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের মধ্যম আশ্রাফপুর মাজার মসজিদ সংলগ্ন সামাদ মার্কেটের সামনের খালি জায়গা থেকে পিকআপটি চুরি হয়। এ ঘটনায় সদর দক্ষিণ থানায় একটি মামলা করা হয়। যার নং-০১ তাং-০১-০২-২৫ইং।

পিকআপটির মালিক এস আলম এন্টারপ্রাইজের সত্বাধিকারী জায়েদুল আলম এজহারে উল্লেখ করেন, গত ৩০ জানুয়ারি আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যাওয়ার সময় পিকআপটি ঘটনাস্থলে দেখতে পাই। পরবর্তীতে একই তারিখ সকাল ৭টা ৫০মিনিটে আমার ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে আসার সময় দেখি পিকআপটি ঘটনাস্থলে নাই।

তাৎক্ষণিক বিভিন্ন স্থানে গাড়িটির খোঁজাখুজি করি। এরপর মাজার মসজিদে সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখি অজ্ঞাতনামা ৪/৫ জন পিকআপটি চুরি করে নিয়ে যায়।
মামলার তদন্তে জানা যায়, সন্দেহভাজন গ্রেফতার মো: রুস্তম খান আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় সদস্য। চুরি হওয়া পিকআপটির রেজি: নং-ঢাকা মেট্রো-ন-১৫৭৬৫৬।

“মায়ের আরাধনায় সুরসম্রাট” এর আদলে কুমিল্লায় দত্ত বাড়ির পূজা উদযাপন

হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লা নগরীতে দত্ত বাড়ীর পূজো মানে ভিন্ন আঙ্গিকে, নতুন কিছুর অবতারণা। প্রতিবছরই নতুন নতুন রূপে এ বাড়িতে পালিত হয় সরস্বতী পূজা। এবারো তার ব্যতিক্রম হয়নি। উপমহাদেশের সুর সম্রাট শচীন দেব বর্মণের বর্ণাঢ্য সঙ্গীত ক্যারিয়ারের প্রতিচ্ছবিতে রাঙ্গানো হয়েছে এবার পূজো।

নগরীর কান্দিরপাড়ের নজরুল এভিনিউ সড়কের দত্ত বাড়ির পূজোর সাজসজ্জায় ছিল শচীনের সরব উপস্থিতি। পূজার নামকরণ করা হয়েছে “মায়ের আরাধনায় সুরসম্রাট” । ফলে বাড়িজুড়ে রয়েছে শচীনের নানা চিত্র প্রদর্শনী। পূজোর প্রধান ফটকের দুপাশে শোভা পাচ্ছে শচীন দার বিখ্যাত তবলার ছবি।ভিতরে ছিল শচীন দার বিখ্যাত গানের কলির পোষ্টার, টেপ রেকর্ডার, হারমোনিয়াম, মীনা বর্মণের শেষ ছবির বৃত্তান্ত খচিত পোষ্টার। যা দেখতে ভিড় করেছেন কুমিল্লা নগরী ও বিভিন্ন উপজেলা থেকে আগত হিন্দু -বৌদ্ধ ও মুসলিম দর্শনার্থীরা, যা সবার নজর কেড়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারী) নগরীর কান্দিরপাড়ে দত্ত বাড়ির পূজার ১৮ বছরে পদার্পনে শচীন কর্তার ৫০তম মহাপ্রয়াণ বছর উপলক্ষে “মায়ের আরাধনায় সুরসম্রাট” নামে এই আয়োজন করা হয়। বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পূজা করেন।
ধর্মীয় রীতি মেনে সারাদেশের ন্যায় কুমিল্লা ও বিপুল উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিদ্যার দেবী সরস্বতী পূজা। ব্যক্তিগত পর্যায়, মন্দির-সেবাশ্রম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও ধুমধামে পূজার আয়োজনে ভক্ত-পুণ্যার্থীর ঢল নেমেছে। মন্দিরে মন্দিরে অঞ্জলী ও প্রসাদ বিতরণ ছাড়াও বিদ্যা ও জ্ঞানের জন্য দেবীর প্রার্থনায় মিলিত হন পুণ্যার্থীরা। সকালে থেকেই তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের ও বিভিন্ন শ্রেনী পেশার ভক্ত ও পুণ্যার্থীরা অঞ্জলী নিতে চলে আসেন মণ্ডপে মণ্ডপে। এসময় তারা দেবীর কাছে প্রার্থনায় মিলিত হন।

দত্ত বাড়ি পূজার সাধারণ সম্পাদক ডা. অংকুর দত্ত ও সাংগঠনিক সম্পাদক ডা স্বস্তি সেন গুপ্তা বলেন, প্রতি বছর এ দিনটির জন্য আমরা অপেক্ষা করি, বছর শেষে দিনটি আসায় আমরা খুবই আনন্দিত। পূজার অঞ্জলী নিয়েছি, বিদ্যা ও জ্ঞানের জন্য প্রার্থনা করেছি। তবে এবার চেষ্টা করছি একটু ব্যতিক্রমি কিছু করতে। কুমিল্লা চিরকালই একটা সাহিত্য-সংস্কৃতির শহর ছিল, তাই চেষ্টা করেছি কুমিল্লার কিশোর-কিশোরিরা যেন শচীন দেব বর্মন, ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্র দত্ত,কাজী নজরুল ইসলাম,নবাব ফয়জুন্নেছা সম্পর্কে ধারণা দিতে মিউজিয়ামের মত করে আমরা চিত্র প্রদর্শনীর আয়োজন করেছি। হিন্দু -মুসলিম সবাই দেখতে আসছে এতেই আমাদের পরিশ্রম সার্থক। সামনে এমন চিন্তা ভাবনা আমাদের অব্যাহত থাকবে। কুমিল্লাকে যেন সারা বিশ্বের মানুষের কাছে রিপ্রেজেন্ট করতে পারি সেজন্য সকলের আশির্বাদ কাম্য।

এদিকে পূজা মণ্ডপে অতিথি হিসেবে চিত্রায়ন প্রদর্শনী দেখতে উপস্থিত ছিলেন নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, নাট্যগুরু শাহজাহান চৌধুরী, অধ্যক্ষ শফিকুর রহমান, কল্লোল মজুমদার, অভিজিৎ সিনহা মিঠু,কুমিল্লা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক সমীর মজুমদার, প্রকৌশলী আব্দুল মালেক।

জানা গেছে, এ বছর জেলার শতাধিক মন্দির ও ১ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত পর্যায়ে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। পূজাকে ঘিরে রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নতুন কমিটি নিয়ে যা ভাবছেন নেতাকর্মীরা

ইমতিয়াজ আহমেদ জিতু:
অবশেষে প্রতীক্ষার অবসান হয়েছে। পূর্বের কমিটির বিলুপ্তির এক মাসের মাথায় (২ ফেব্রুযারি) সাবেক এমপি জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক ও আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ১ নং যুগ্ম-আহ্বায়ক পদে রয়েছেন সৈয়দ জাহাঙ্গীর আলম ও যুগ্ম-আহ্বায়ক পদে রয়েছেন আমিরুজ্জামান আমীর। এছাড়া সদস্য পদে রয়েছেন বিলুপ্ত কমিটির আহ্বায়ক হাজী আমিন-উর রশীদ ইয়াছিন।

তবে এই কমিটি ঘোষণা পর বেশ আলোচনা-সমালোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রশংসা করছেন, আবার অনেকে ক্ষোভ ঝাড়ছেন। কমিটি নিয়ে শীর্ষ নেতারাও কথা বলছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও স্থানীয় একাধিক নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, হাজী আমিন উর রশীদ ইয়াছিন বিগত ১৫ বছর ধরে দলের নেতাকর্মীদের ছায়া দিয়ে রেখেছেন। মামলা পরিচালনা করতে আর্থিক সহায়তা দিয়েছেন। তাঁর নামে চাদাঁবাজির কোন একটি অভিযোগও নেই। হাজী ইয়াছিনের মত ক্লিন ইমেজের লোককে সদস্য করে উনার সাথে উপহাস করা হয়েছে। এখানে সদস্য করে উনার মহানগর কমিটিতে যাওয়ার পথও বন্ধ করে দেওয়া হল। উনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

এদিকে একাধিক নেতাকর্মী জানান, এই কমিটি ৩১ বা ৪১ সদস্য বিশিষ্ট হওয়ার কথা ছিল। কিন্তু কি কারণে আবার ৫ সদস্য বিশিষ্ট করা হল, তা বোধগম্য নয়। এই কমিটিতেও মো: মোজাহিদ চৌধুরী, এড. কাইমুল হক রিংকুর মত লোকদের জায়গা হয়নি। পূর্ণাঙ্গ কমিটি নিয়ে ধোয়াশা-সন্দেহ থেকে যাচ্ছে। মাহবুবুল আলম চপল, মো: হুমায়ন কবির, নজরুল হক ভূইয়া স্বপনসহ সাবেক মেয়র সাক্কুর সাথে রাজনীতি করা নেতাকর্মীদের পূর্নাঙ্গ কমিটিতে জায়গা পাওয়া উচিত। তা না হলে বৈষম্য রয়ে যাবে।
কুমিল্লা জেলা বিএনপির সাবেক শিশু বিষয়ক সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো: মোজাহিদ চৌধুরী জানান, ঘোষিত নতুন আহ্বায়ক কমিটিকে অভিনন্দন। দলের কার্যক্রমকে গতিশীল করতে হলে কমিটির বিকল্প নেই। এই কমিটি জেলার সাংগঠনিক কর্মকান্ডকে গতিশীল করবে বলে প্রত্যাশা রাখি। আশা বুড়িচং

করি অচিরেই পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে এবং তাতে ত্যাগি নেতাকর্মীদের মূল্যায়ণ করা হবে।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাহবুবুল আলম চপল জানান, নতুন কমিটির সদস্যদের অভিনন্দন। আশা করি পূর্নাঙ্গ কমিটিতে মূলধারার ত্যাগি নেতাদের মূল্যায়ণ হবে।

কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পিপি এড. কাইমুল হক রিংকু জানান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেভাবে ভাল মনে করেছেন, সেভাবে কমিটি দিয়েছেন। যদি পূর্নাঙ্গ কমিটিতে দলের ত্যাগি নেতাকর্মীরা স্থান পায়, সেটা ভাল হবে। আপাতত দৃষ্টিতে কমিটিকে ভালই মনে হয়েছে।

নতুন কমিটির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জনাব তারেক রহমানসহ কেন্দ্রীয় কমিটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলের সাংগঠনিক ভিত্তি আরো মজবুত ও কার্যক্রমকে আরো গতিশীল করতে আমরা কাজ করবো।

নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমীর জানান, প্রথমত আমাদের দলের নেতা জনাব তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই কমিটি ঘোষণা দেওয়ায়। দল গোছানোর জন্য যে দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে, তা যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। আশা করি ভাল কিছু হবে। এই কমিটি দলের ও কুমিল্লাবাসির মঙ্গলের জন্য কাজ করবে।দলের কোন্দল নিরসনে কমিটির ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, একটা পরিবারের মধ্যে সমস্যা থাকতেই পারে, তবে সেই সমস্যা আমরা সবাই একসাথে বসে সমাধান করবো ইনশাল্লাহ।

নতুন কমিটির সদস্য ও বিলুপ্ত আহ্বায়ক কমিটির আহ্বায়ক হাজী আমিন উর রশীদ ইয়াছিন জানান, ঘোষিত কমিটি ভাল হয়েছে। আমাদের দলের নেতা জনাব তারেক রহমান যা ভাল মনে করেছেন, সেভাবেই কমিটি করেছেন। কমিটির সবাইকে অভিনন্দন।দলের কোন্দল নিরসনে এই কমিটির ভূমিকা কেমন হবে জানতে চাইলে তিনি জানান, সবার সাথে আলোচনা করে একসাথে সকল সমস্যার সমাধান করা হবে।

নতুন কমিটির আহ্বায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমনের মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নেতৃত্বে

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নেতৃত্বে জাকারিয়া সুমন ও ওয়াসিম

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নেতৃত্বে জাকারিয়া সুমন ও ওয়াসিম

ইমতিয়াজ আহমেদ জিতু:

কমিটি বিলুপ্তির ১ মাস পর জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক ও আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

২ ফেব্রুয়ারি দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানা যায়। ১ নং যুগ্ম-আহ্বায়ক পদে রয়েছেন সৈয়দ জাহাঙ্গীর আলম ও যুগ্ম-আহ্বায়ক পদে রয়েছেন আমিরুজ্জামান আমীর।

এছাড়া সদস্য পদে রয়েছেন বিলুপ্ত কমিটির আহ্বায়ক হাজী আমিন-উর রশীদ ইয়াছিন।

এর আগে ২০২২ সালের ৩০ হাজী আহ্বায়ক ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিনকে সদস্য সচিব করে ৪১ সদস্যের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি করে দলটি।

শুক্রবার প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (বালক-বালিকা) ফাইনাল খেলা

 

রাসেল সোহেল:

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত  স্টেডিয়ামে  প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (বালক-বালিকা) কুমিল্লা জেলা পর্যায়ের  দ্বিতীয়  দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে।

দ্বিতীয় দিনের খেলায় উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন,  কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ  সাইফুল আলম বাবু, সাবেক ক্রিকেটার উল্লাহ, জেলা ফুটবল কোচ তুহিন, শাহীন প্রমুখ।

বালক গ্রুপে সেমিফাইনালে উঠেছেন আদর্শ সদর ও নাঙ্গলকোট উপজেলা। এদিকে বালিকা গ্রুপে সেমিফাইনালে উঠেছেন দাউদকান্দি ও দেবিদ্বার উপজেলা।

আগামীকাল সকালে সেমিফাইনাল ও বিকেলে ফাইনাল খেলার মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি হবে।