Tag Archives: ক্যাসিনো সেলিমের বাড়ির চারতলায় ছিল রংমহল

ক্যাসিনো সেলিমের বাড়ির চারতলায় ছিল রংমহল, মেমরি কার্ডে তরুণীদের অন্তরঙ্গ ছবি

 

অনলাইন ডেস্ক .
অনলাইন ক্যাসিনোর মূল হোতা ও কান্ট্রি হেড সেলিম প্রধানের চাঞ্চল্যকর নারী কেলেঙ্কারির নানা তথ্য র‌্যাবের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে। রাজধানীর গুলশান-২ নম্বর সেকশনের ৯৯ নম্বর সড়কের ১১/১ মমতাজ ভিশন নামের বাড়ির দুটি ফ্লোর ভাড়া নিয়েছিলেন সেলিম প্রধান। ওই বাড়ির তৃতীয় তলায় দ্বিতীয় স্ত্রীকে (বাঙালি) নিয়ে বসবাস করতেন তিনি। চতুর্থ তলায় ছিল তার রংমহল। সেখানে তিনটি কক্ষ নাচ-গান ও বিশেষ ব্যক্তিদের মনোরঞ্জনে ব্যবহার করা হতো। একটি বিশেষ কক্ষে ভেন্টিলেটরের ওপর ছোট্ট গোপন ক্যামেরা বসানো ছিল। সেলিমের সহযোগী ওই গোপন ক্যামেরায় ছবি ধারণ করতেন।

গুলশানের বাসার চারতলা সেই রংমহলে গত ছয় মাসে অন্তত ১০০ তরুণীকে নিয়ে আসা হয়। সেই তরুণীদের সাথে ছবি ধারণের পর সেলিম প্রধান প্রভাবশালী ব্যক্তিদের ‘প্রধান ক্লাবের’ সদস্য করে নিতেন। এরপর নিজের প্রয়োজনে ব্যবহার করতেন।
থাই এয়ারওয়েজের উড়োজাহাজ থেকে সেলিমকে নামিয়ে আনার সময় তার লাগেজ তল্লাশি করে পাওয়া যায় তিনটি মেমোরি কার্ড। সেখানে দেশি-বিদেশি তরুণীদের সঙ্গে অনেক ব্যক্তির অন্তরঙ্গ ছবি ছিল। এসব ছবি দেখিয়ে কোটি টাকা বা সুবিধা ভাগিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল সেলিমের।