Tag Archives: খুন ও ধর্ষণের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

খুন ও ধর্ষণের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

কুবি প্রতিনিধি :

সারাদেশে অব্যাহত খুন ও ধর্ষণের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০ টায় সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে ক্যাম্পাসের প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনটির যুগ্ম-আহ্বায়ক মাহাবুবুল আলমের সঞ্চালনায় মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে দেশব্যাপী খুন ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

এসময় শিক্ষার্থীরা বলেন, ‘বর্তমান সমাজে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানসিকতা। সবার আগে আমাদের নিজের মানসিকতা ঠিক করতে হবে। তারপর সমাজে ধর্ষণের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এসময় উপস্থিত ছিলেন সুহৃদ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক দ্বীন মোহাম্মদ,
সদস্য বিল্লাল, তোফাজ্জলসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।