Tag Archives: গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩২ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২০২৪

 

স্টাফ রিপোর্টারঃ

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে আরও ২ হাজার ২৪ জন। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৭৬ হাজার ৫৪৯ জনে।

আজ করোনা প্রাণ কেড়ে নিয়েছে আরও ৩২ জনের। তাদের মধ্যে পুরুষ ২৫ জন এবং নারী ৭ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেল মোট ৩ হাজার ৬৫৭ জনের।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ১ হাজার ৩১৫ জন। সব মিলিয়ে সুস্থ্য হয়েছে এক লাখ ৫৮ হাজার ৯৫০ জন।

রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এছাড়াও ৮৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘন্টায় ৯ হাজার ৬৩৬ টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১০ হাজার ১৮টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৩ লাখ ৫১ হাজার ৬৬৬টি।