Tag Archives: গ্রেপ্তার

কুমিল্লা ৭ম দিনে ডেভিল হান্টের অভিযানে

কুমিল্লা ৭ম দিনে ডেভিল হান্টের অভিযানে আ.লীগের ৬৬ নেতাকর্মী গ্রেপ্তার

কুমিল্লা ৭ম দিনে ডেভিল হান্টের অভিযানে আ.লীগের ৬৬ নেতাকর্মী গ্রেপ্তার

হাবিবুর রহমান মুন্না:

অপারেশন ডেভিল হান্টে কুমিল্লা পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও যৌথ বাহিনী। এ নিয়ে ৭ম দিনে ১৫ জনসহ ৬৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আরাফাতুল ইসলাম । রবিবার জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ ঘোষণার পর থেকে কুমিল্লায় জেলায় অভিযান পরিচালনা করে আসছে যৌথবাহিনী।

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আরাফাতুল ইসলাম বলেন, অপরাধ দমনে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশের মতো কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৭ম দিনের অভিযানে১৫ জনসহ সর্বমোট ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়। অপরাধীদের গ্রেপ্তার করতে এ অভিযান অব্যাহত থাকবে।

সারদা পুলিশ একাডেমি থেকে এসপি তানভীর

সারদা পুলিশ একাডেমি থেকে এসপি তানভীর সালেহীন গ্রেপ্তার

সারদা পুলিশ একাডেমি থেকে এসপি তানভীর সালেহীন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমী থেকে পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ক্রাইম ম্যানেজমেন্ট) সারোয়ার জাহান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গতরাতে ঢাকা থেকে ডিবির টিম এসে এসপি তানভীর সালেহীন ইমনকে নিয়ে গেছে। কেন, কী অভিযোগে নিয়ে যাওয়া হয়েছে তা ডিবি বলতে পারবে।’

তানভীর সালেহীনের বাড়ি কিশোরগঞ্জে। তার বাবা বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারে ২০১০ সালে পুলিশে যোগ দেন তানভীর সালেহীন। তিনি ২০১৬ সালে আইজিপি ব্যাজ এবং ২০১৭ সালে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পান।

আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন কর্মকর্তা ছিলেন তিনি। কর্মজীবনে তিনি রেকর্ড ২৭ বার কুমিল্লা জেলা পুলিশের সেরা সার্কেল অফিসার হিসেবে পুরস্কৃত হন। ২০২২ সালে তিনি এসপি হিসেবে পদোন্নতি পান। এরপর তাকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) হিসেবে পদায়ন করা হয়।

সম্প্রতি সারদায় প্রশিক্ষণরত পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলদের তার স্বাক্ষরেই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছিল। একাডেমীর অধ্যক্ষের পক্ষে তিনি তাদের এই শোকজ করছিলেন।

সূত্র: কালের কন্ঠ

দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে

দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ কারবারি গ্রেপ্তার

দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ কারবারি গ্রেপ্তার

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে প্রায় চার লাখ টাকার মাদকসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশ। আটককৃত তাফাজ্জল হোসেন ভুট্টু (৪৬) উপজেলার গোপচর গ্রামের রাশেদ মিয়ার ছেলে

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে গৌরীপুর বাজারের কাঠপট্টিতে সেকান্দরের গোডাউনে অভিযান চালিয়ে ৪৬ বোতল বিদেশি মদ ও মাদক কারবারের সঙ্গে জড়িত তোফাজ্জল হোসেন ভুট্টোকে আটক করা হয়।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আমিনুল ইসলাম বলেন, গৌরীপুর বাজারে মাদকের একটি বড় চালান ঢুকছে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যের যৌথ অভিযান চালিয়ে ৪৬ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। যার অনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা। মাদক আইনে মামলা দায়েরের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিফাত হত্যাসহ ১৯ মামলার আসামী দিলবার গ্রেফতার

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিফাত হত্যাসহ ১৯ মামলার আসামী দিলবার গ্রেফতার

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী রিফাত হত্যা মামলার দিলবার হোসেন(৪০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। দিলবার উপজেলার সবজিকান্দি গ্রামের মৃত মফিজ বেপারীর ছেলে।

জানাযায় , ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহিদনগরে আন্দোলনকারী ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় রিফাত বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় । পরে কুমিল্লা এবং ঢাকায় নিয়ে গিয়ে চিকিৎসা করাতে না পেরে বাড়িতে নিয়ে আসলে রাতে মারা যায় রিফাত। এঘটনায় দাউদকান্দি মডেল থানায় এবং কুমিল্লার আদালতে দু’টি হত্যা মামলা করা হয়।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ জুনায়েত চৌধুরী জানান , রিফাত হত্যার ২৪ নং আসামি দিলবারকে সোমবার রাতে গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে হত্যা, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ ১৯টি মামলা রয়েছে।

দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার

দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার দেবীদ্বার স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন

দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার দেবীদ্বার স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরব থেকে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুমিল্লার দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাতে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

সাদ্দাম হোসেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার উত্তর পাড়ার বাসিন্দা জামাল উদ্দিনের ছেলে। তিনি দেবীদ্বার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল এবং স্কুলছাত্র সাব্বির হোসেন হত্যা মামলার আসামি।

দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাদ্দাম হোসেনকে ভোর ৪টার দিকে বিমানবন্দর থানার পক্ষ থেকে দেবীদ্বার থানায় গ্রেপ্তারের খবর জানানো হয় বলে নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার ওসি সামছুদ্দিন ইলিয়াস। তিনি জানান, সাদ্দাম হোসেনকে আজ বিকেলের মধ্যেই আদালতে সোপর্দ করা হবে।

বিমানবন্দর থানা পুলিশ জানায়, সাদ্দাম হোসেন সরকার পতনের পর থেকে পলাতক ছিলেন। বিমানবন্দরে ফিরে আসার পর তাকে আটক করা হয়।

ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

 

ডেস্ক রিপোর্ট:

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে ১৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ রয়েছে, তারা ভারতে অবৈধভাবে প্রবেশ এবং বসবাস করে আসছিলেন।

আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় পুলিশের সহযোগিতায় ভারতে অবৈধভাবে প্রবেশ ও বসবাসের জন্য ১৪ জন পুরুষ এবং তিনজন নারীসহ ১৭ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র অ্যান্টি-টেররিজম স্কোয়াড (এটিএস)।

এদিকে, ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, এটিএস স্থানীয় পুলিশের সহায়তায় এই সপ্তাহে মুম্বাই, নাভি মুম্বাই, থানে এবং নাসিক শহরে অভিযান চালায়। এতে ১৪ জন পুরুষ এবং তিনজন নারীসহ ১৭ বাংলাদেশি নাগরিককে বিনা অনুমতিতে ভারতে প্রবেশ করার জন্য এবং বৈধ নথি ছাড়া সেখানে অবস্থান করার অভিযোগে গ্রেপ্তার করা হয়।

তদন্তে জানা গেছে, অভিযুক্তরা ভারতে থাকার জন্য আধার কার্ড এবং প্যান কার্ডের জাল নথি ব্যবহার করে আসছিল।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টসহ অন্যান্য আইনের অধীনে কমপক্ষে ১০টি মামলা নথিভুক্ত করা হয়েছে।

তিতাসে ছেলেসহ সাবেক ইউপি চেয়ারম্যান

তিতাসে ছেলেসহ সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

তিতাসে ছেলেসহ সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার তিতাসে সাবেক ইউপি চেয়ারম্যান ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার রাতে উপজেলার জগৎপুর ইউনিয়নের কেশবপুর নিজ বাড়ী থেকে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মুজিবুর ও তার ছেলে জিমিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ৫ আগস্ট ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় তিতাস থানায় দায়ের করা মামলার আসামি মজিব চেয়ারম্যান ও তার ছেলে জিমি।
স্থানীয়রা জানায়, মজিব চেয়ারম্যান ২০২১ সালে ভিজিএফের চাল আত্মসাৎ করে স্থানীয়দের কাছে ধরা পড়ে ছিল। আওয়ামীলীগ নেতা হওয়ায় ওই সময় পার পেয়েছে।

তিতাস থানার ওসি মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার ওপর হামলার ঘঁনায় তিতাস থানায় দায়ের করা মামলার আসামি মজিব চেয়ারম্যান ও তার ছেলে জিমি। আমরা মঙ্গলবার রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদেও নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

নতুন মামলায় গ্রেপ্তার

নতুন মামলায় গ্রেপ্তার দীপু মনি-শাহজাহান খানসহ ৮ জন

নতুন মামলায় গ্রেপ্তার দীপু মনি-শাহজাহান খানসহ ৮ জন

ডেস্ক রিপোর্ট:

সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, রাশেদ খান মেনন, শাহজাহান খান, কবির হোসেন, আব্দুস সোবহান গোলাপ, সাবেক সংসদ সদস্য আহমেদ হোসেন, আব্দুস সোবহান গোলাপ এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজধানীর পল্টন, যাত্রাবাড়ী ও মিরপুর থানার একাধিক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সকালে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে হাজির করে পুলিশ গ্রেপ্তার দেখানোর আবেদন করে। এসময় আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন তাদের জামিন চেয়ে শুনানি করেন, তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী এই আবেদনের বিরোধিতা করে আসামিদের কারাগারে পাঠানোর অনুরোধ জানান।

শুনানির সময় আদালতে সাবেক মন্ত্রী শাহজাহান খান বিচারকের উদ্দেশ্যে বলেন, “দয়া করে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের হাতকড়া পরাবেন না।” শুনানি শেষে আদালত পুলিশের আবেদন মঞ্জুর করে আসামিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পল্টন থানার শামীম হত্যা মামলায় শাহজাহান খান, রাশেদ খান মেনন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রেজাউল করিম, কবির হোসেন ও আব্দুস সোবহান গোলাপকে গ্রেপ্তার দেখানো হয়েছে। যাত্রাবাড়ী থানার মনোয়ারা হসপিটালের সামনে গুলিতে নিহত রফিকুল ইসলাম হত্যা মামলায় আহম্মদ হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া মিরপুরের দুটি হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে তারা প্রত্যেকেই একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় কয়েক দফায় রিমান্ডে ছিলেন।

দেবিদ্বারে বিএনপি কর্মী হত্যা

দেবিদ্বারে বিএনপি কর্মী হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

দেবিদ্বারে বিএনপি কর্মী হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দেবিদ্বারে বিএনপির কর্মী ছিদ্দিকুর রহমানকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আমির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আমির হোসেন ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।

এর আগে, মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার সদরঘাট এলাকা থেকে আমির হোসেনকে গ্রেপ্তার করে নৌ-পুলিশ।

জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া বাজারে স্থানীয় ছাত্র-জনতার একটি বিজয় মিছিল বের হয়। মিছিল শেষে কিছু ছাত্র-জনতা ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আমির হোসেনের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। এর পরের দিন একটি সালিশ বৈঠকে আমির হোসেনের নেতৃত্বে তার অনুসারীরা বিএনপি কর্মী ছিদ্দিকুর রহমানকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহতের ভাই মো. কাউছার হোসেন ইউপি সদস্য আমির হোসেনকে প্রধান আসামি করে ৬৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০০-২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

দেবিদ্বার থানার ওসি খালিদ সাইফুল্লাহ জানিয়েছেন, বিএনপি কর্মী হত্যার মামলার প্রধান আসামি ইউপি সদস্য আমির হোসেনকে সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে নৌপুলিশ। পরে তাকে দেবিদ্বার থানার কাছে হস্তান্তর করা হয় এবং বুধবার বেলা ১১টার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

চৌদ্দগ্রামে র‍্যাব পরিচয়ে

চৌদ্দগ্রামে র‍্যাব পরিচয়ে ২৬ লাখ টাকা লুটের ঘটনায় ৯ ডাকাত গ্রেপ্তার

চৌদ্দগ্রামে র‍্যাব পরিচয়ে ২৬ লাখ টাকা লুটের ঘটনায় ৯ ডাকাত গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

গত ২৭ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রাম এলাকায় র‌্যাব পরিচয়ে বিকাশ পরিবেশকের ২৬ লাখ টাকা লুটের ঘটনায় ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান এই তথ্য জানান।

সোমবার (৪ নভেম্বর) গভীর রাতে ডাকাতদের গ্রেপ্তার করা হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে। তবে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিকাশের লুণ্ঠিত কোনো টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।

গ্রেপ্তারকৃত ডাকাতদের নাম হলো: মো. সাইফুল ইসলাম (৩২), সাজু মিয়া (৩৩), মো. রিয়াদ (১৯), মো. রবিউল (২৬), মো. মানিক (৪০), মো. রিপন সর্দার (২৯), মো. সাজু (৪৪), মো. রিপন হাওলাদার (৪৫) এবং মো. সজিব (৩৫)। র‌্যাব জানিয়েছে, এই চক্রটি দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতিতে জড়িত।

র‌্যাবের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সাইফুলের নেতৃত্বে এই সংঘবদ্ধ ডাকাত দলটি গত সোমবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা এলাকায় দুই ব্যক্তিকে জিম্মি করে নগদ টাকা ও মালামাল লুটে নিয়ে পালানোর সময় র‌্যাব তাদের ধাওয়া করে। এরপর দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে নগদ ৩৫ হাজার ৩৫৮ টাকা, র‌্যাবের ৩টি জ্যাকেট, হ্যান্ডকাপ, নকল পিস্তল, ২টি ওয়াকিটকি, ওয়্যারলেস সেটসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা ২৭ অক্টোবর বিকালে চৌদ্দগ্রাম এলাকায় র‌্যাব পরিচয়ে বিকাশ এজেন্টের টাকা বহনকারী গাড়িটি আটক করে। এরপর তারা গাড়িতে থাকা বিকাশের দুই কর্মচারীকে হাত-পা বেঁধে ২৫ লাখ ৯২ হাজার টাকা লুটে নিয়ে মহাসড়কের চান্দিনা এলাকায় তাদের রাস্তার পাশে ফেলে দেয়।

র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান সাংবাদিকদের জানান, গ্রেপ্তার সাইফুলের নেতৃত্বে ডাকাত দলটি কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় সড়ক-মহাসড়কে ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম, চান্দিনাসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

তিনি আরও জানান, বিকাশের লুণ্ঠিত ওই টাকা উদ্ধারে র‌্যাবের অভিযান অব্যাহত আছে।