Tag Archives: চৌদ্দগ্রামসহ বিভিন্ন সীমান্তে আড়াই লক্ষ টাকার মাদক-চোরাই মালসহ একজন আটক

চৌদ্দগ্রামসহ বিভিন্ন সীমান্তে আড়াই লক্ষ টাকার মাদক-চোরাই মালসহ একজন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ শিবের বাজার বিওপি’র টহলদল কর্তৃক অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলাধীন দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১০২/১-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “সোনাপুর” নামক স্থান হতে ৯৫ টি ইয়াবা ট্যাবলেটসহ কামাল মিয়া (৪০) নামের একজন মাদক চোরাকারবারিকে আটক করেছে ১০ বিজিবি।

আটক হওয়া কামাল মিয়া চৌদ্দগ্রামের সোনাপুর গ্রামের মোঃ জুলকু মিয়ার ছেলে।

এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ১৭৭ বোতল ফেন্সিডিল, ১১ বোতল স্কাফ সিরাপ এবং ১ টি মোটর সাইকেল মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ২ লক্ষ ৫৩ হাজার ৭ শত টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।