স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরের পানিতে ডুবে কাজী জিহাদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মে) বিকেলে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাদ একই এলাকার দুবাই প্রবাসী কাজী রিপন মিয়ার ছেলে।
নিহতের চাচা কাজী মাসুদ রানা বলেন, দুপুরে জিহাদ খেলার সময় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে যায়। তাকে না দেখে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকি। একপর্যায়ে পুকুরের পানিতে সে ভেসে উঠে। তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।